ইকুয়েস্ট্রিয়ানের ইভেন্টিংয়ে এককে সোনা জার্মানির, দলীয় ফ্রান্সের

নারী পুরুষ এক সঙ্গে খেলে এমন একমাত্র অলিম্পিক ক্রীড়া ইকুয়েস্ট্রিয়ানের ইভেন্টিংয়ের দলীয় ইভেন্টে সোনা জিতেছে ফ্রান্স।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 August 2016, 03:19 PM
Updated : 10 August 2016, 03:19 PM

ইকুয়েস্ট্রিয়ানের ট্রায়াথলন হিসেবে বিবেচিত ইভেন্টিংয়ের তিনটি ডিসিপ্লিনের মধ্যে ড্রেসাজ ও ক্রস কান্ট্রি শেষে পিছিয়ে থাকা ফ্রান্স রিও গেমসের চতুর্থ দিনে হওয়া শেষ ডিসিপ্লিন জাম্পিংয়ে এগিয়ে যায়।

জার্মানি রুপা ও অস্ট্রেলিয়া ব্রোঞ্জ জেতে।

ইকুয়েস্ট্রিয়ান ইভেন্টিং একক

ইভেন্টিংয়ের একক ইভেন্টে টানা দ্বিতীয় আসরে সোনা জিতে দলীয় ইভেন্টে সোনা হারানোর হতাশা কিছুটা কাটিয়েছেন জার্মানির মিখায়েল ইয়ুং। লন্ডনে গত আসরে ইভেন্টিংয়ের দলীয় ইভেন্টেও জার্মান দলের সঙ্গে সোনা জিতেছিলেন তিনি।

লন্ডনের যে ঘোড়ায় চড়ে সোনা পেয়েছিলেন, সেই স্যামকে নিয়েই এই আসরে খেলেন ইয়ুং। প্রিয় ঘোড়াকে নিয়ে খেলে এই ইভেন্টে একমাত্র তিনিই ক্রস কান্ট্রি ও জাম্পিংয়ে কোনো পেনাল্টি দেননি।

দলীয় ইভেন্টে ফ্রান্সের হয়ে সোনা জেতা আস্তিয়ে নিকোলাসকে এককে রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। যুক্তরাষ্ট্রের ৫২ বছর বয়সী ফিলিপ ডাল্টন জেতেন ব্রোঞ্জ। এটি তার ষষ্ঠ অলিম্পিক।