লেস্টারের সঙ্গে রানিয়েরির নতুন চুক্তি

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার অভিযানে নামার আগে কোচ ক্লাওদিও রানিয়েরির সঙ্গে চার বছরের নতুন চুক্তি করেছে লেস্টার সিটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 August 2016, 02:28 PM
Updated : 10 August 2016, 02:28 PM

৬৪ বছর বয়সী রানিয়েরির সঙ্গে নতুন চুক্তির বিষয়টি বুধবার জানায় গত মৌসুমে প্রথমবারের মতো ইংল্যান্ডের ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতার শিরোপা জেতা লেস্টার।

২০১৪-১৫ মৌসুমে কষ্টেসৃষ্টে অবনমন এড়িয়েছিল লেস্টার। গত মৌসুমটাও তারা শুরু করেছিল অবনমন এড়ানোর লক্ষ্য নিয়ে। মৌসুমের শুরুতে ইপিএলের শিরোপা লড়াইয়ে লেস্টারের পক্ষে বাজির দর ছিল ৫০০০:১। বাজি ধরার প্রতিষ্ঠান আর ফুটবল বিশেষজ্ঞদের সব হিসেব পাল্টে দিয়ে সাফল্যের চূড়ায় বসে রানিয়েরির দল।

লেস্টারকে তাদের ১৩২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো লিগ শিরোপা জেতানোর পর এই ক্লাবেই থেকে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন রানিয়েরি। চুক্তিতে সই করার পর ক্লাবের ওয়েবসাইটে তিনি বলেন, "এই ক্লাবের মালিক-স্টাফদের থেকে শুরু করে খেলোয়াড়-সমর্থকদের মধ্যে যে প্রাণশক্তি আছে তা খুব বিশেষ কিছু। আগামী বছরগুলোয় ক্লাবটির অংশ হতে পারব বলে আমি খুব খুশি ও গর্বিত।"

হাল সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী শনিবার লিগ শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে লেস্টার।