লক্ষভেদ করে ইতিহাস গ্রিসের কোরাকাকির

দুই দিন আগেই ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়েছিলেন আন্না কোরকাকি। অলিম্পিকে মেয়েদের শুটিংয়ে এর আগে গ্রিসের কেউ পদক জেতেনি। এবার ২৫ মিটার পিস্তলে সোনা জিতে অনন্য কীর্তি গড়লেন এই শুটার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 August 2016, 08:09 AM
Updated : 10 August 2016, 08:09 AM
গেমসের চতুর্থ দিনে রিও দে জেনেইরো অলিম্পিকে গ্রিসকে প্রথম সোনার পদক এনে দেন ২০ বছর বয়সী কোরাকাকি।

দ্বিতীয় স্থানে থেকে বাছাই পর্ব পেরুনো আন্না ফাইনালে এসে ৮-৬ পয়েন্টে হারান জার্মানির মনিকা কার্শকে।

কোয়ালিফিকেশন রাউন্ডে শীর্ষে থাকা চীনের ঝেং জিংজিং শেষ পর্যন্ত চতুর্থ হন।