জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জে নামছে বাংলাদেশ।
লিউ হুইশিয়ারসঙ্গে জুটি বেঁধে ডাইভিংয়ের এই ইভেন্টে চ্যাম্পিয়ন হন চেন। মালয়েশিয়া রূপা ও কানাডাব্রোঞ্জ পদক জেতে।
এবার দিয়ে তৃতীয়অলিম্পিকে অংশ নেয়া চেন ২০০৬ সাল থেকে যেকোনো প্রতিযোগিতায় ১০ মিটার সিনক্রোনাইজড প্ল্যাটফর্মইভেন্টে অংশ নিয়ে সবকটিতেই শিরোপা জেতেন।
রূপা জয়ী চেওংজুন হুং ও পানদেলেলা রিনোং মালয়েশিয়াকে এবারের অলিম্পিকে প্রথম পদক জেতাতে ৩৪৪.৩৪ স্কোরগড়েন। আর কানাডার মেগান বেনফেইটো ও রোজেলিন ফিলিওন জুটি ৩৩৬.১৮ স্কোর করেন।
মেয়েদের সিনক্রোনাইজড৩ মিটার স্প্রিংবোর্ড ইভেন্টে উ মিনশিয়া ও শি তিংমাও জুটির সোনা জেতার পর ছেলেদের সিনক্রোনাইজড১০ মিটার প্লাটফর্ম ডাইভিংয়ে সেরা হয় চেন আইশেন ও লিন ইউই জুটি।