মিনশিয়ার রেকর্ড ছুঁলেন রুওলিন

দুদিন আগে প্রথম ডাইভার হিসেবে অলিম্পিকে পাঁচটি সোনা জয়ের অনন্য কীর্তি গড়েন চীনের উ মিনশিয়া। রিও গেমসে মেয়েদের সিনক্রোনাইজড ১০ মিটার প্ল্যাটফর্ম ইভেন্টে সোনা জিতে স্বদেশি তারকার রেকর্ড স্পর্শ করলেন চেন রুওলিন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 August 2016, 01:31 AM
Updated : 10 August 2016, 01:34 AM

লিউ হুইশিয়ার সঙ্গে জুটি বেঁধে ডাইভিংয়ের এই ইভেন্টে চ্যাম্পিয়ন হন চেন। মালয়েশিয়া রূপা ও কানাডা ব্রোঞ্জ পদক জেতে।

এবার দিয়ে তৃতীয় অলিম্পিকে অংশ নেয়া চেন ২০০৬ সাল থেকে যেকোনো প্রতিযোগিতায় ১০ মিটার সিনক্রোনাইজড প্ল্যাটফর্ম ইভেন্টে অংশ নিয়ে সবকটিতেই শিরোপা জেতেন।

গেমসের চতুর্থ দিন বাংলাদেশ সময় বুধবার ভোরে চেন-লিউ জুটি তৃতীয় ও চতুর্থ ডাইভে সর্বোচ্চ স্কোর করতে ব্যর্থ হলেও শেষ রাউন্ডে দারুণভাবে ফিরে এসে সোনা নিশ্চিত করেন। সর্বমোট ৩৫৪.০০ স্কোর গড়েন তারা।

রূপা জয়ী চেওং জুন হুং ও পানদেলেলা রিনোং মালয়েশিয়াকে এবারের অলিম্পিকে প্রথম পদক জেতাতে ৩৪৪.৩৪ স্কোর গড়েন। আর কানাডার মেগান বেনফেইটো ও রোজেলিন ফিলিওন জুটি ৩৩৬.১৮ স্কোর করেন।

এই নিয়ে অলিম্পিকের এ আসরে ডাইভিংয়ে এখন পর্যন্ত হওয়া তিন ইভেন্টের তিনটিতেই সোনা জিতল চীন।

মেয়েদের সিনক্রোনাইজড ৩ মিটার স্প্রিংবোর্ড ইভেন্টে উ মিনশিয়া ও শি তিংমাও জুটির সোনা জেতার পর ছেলেদের সিনক্রোনাইজড ১০ মিটার প্লাটফর্ম ডাইভিংয়ে সেরা হয় চেন আইশেন ও লিন ইউই জুটি।