ডোপিং ঘিরে বিতর্কিত প্রশ্নে বিশ্বাস রাখতে বললেন বোল্ট

সাম্বা নৃত্যে দারুণ তাল মেলালেন উসাইন বোল্ট। মুখে ছিল চওড়া হাসি, সতীর্থদের সঙ্গেও মজা করলেন। তবে ক্রীড়া দুনিয়ায় মাথাচাড়া দিয়ে ওঠা ডোপিং ঘিরে বিতর্কিত প্রশ্ন এড়াতে পারলেন না জ্যামাইকার এই গতিমানব।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 August 2016, 05:04 PM
Updated : 9 August 2016, 05:04 PM

আশাবাদী বোল্ট সবাইকে বিশ্বাস রাখার আহবান জানালেন। সবকিছু ঠিক পথেই এগোচ্ছে বলে মনে করেন তিনি।

“আমি মনে করি, আমরা ঠিক পথেই যাচ্ছি। মানুষের বিশ্বাস রাখা উচিত।”

“আমরা খারাপ বিষয়গুলো ঝেড়ে ফেলছি এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমরা ঠিক পথেই আছি। ভালো সময়ের আগে আমাদেরকে কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হবে। তবে কয়েক বছরের মধ্যে এই ক্রীড়া পরিষ্কার হওয়া উচিত এবং আমি সেদিকেই তাকিয়ে আছি।”

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ডোপিংয়ের ঘটনায় রিও অলিম্পিকে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে রাশিয়াকে নিষিদ্ধ করা হয়। এছাড়াও আরও কয়েকটি ক্রীড়ার বেশ কয়েকজন অ্যাথলেট নিষিদ্ধ হয়। 

১০০ ও ২০০ মিটার স্প্রিন্টের বিশ্ব রেকর্ডের মালিক বোল্ট আরও বলেন, “জীবনে কোনো কিছুই নিশ্চিত নয়। তবে আমি কখনোই ড্রাগ নিয়ে দুশ্চিন্তা করি না। এটা ওয়াডা, আইএএএফ ও আইওসির কাজ।”

গত দুই অলিম্পিকে ১০০, ২০০, ও ৪০০ মিটার রিলেতে সোনা জেতা বোল্ট এবার লড়বেন অলিম্পিকে ‘ট্রিপল ট্রিপল’ জয়ের আশায়। সে সঙ্গে আবারও ২০০ মিটারে ১৯ সেকেন্ডের কম সময়ে দৌড়ানোর লক্ষ্যে কথাও জানান।

২০০ মিটারে বোল্টের বিশ্বরেকর্ড ১৯.১৯ সেকেন্ড।