ব্রাদার্স-আরামবাগ ড্র

শুরুতে এগিয়ে গেলেও পরে দুই গোল হজম করা ব্রাদার্স ইউনিয়নকে হারের শঙ্কা পেয়ে বসেছিল। শেষ পর্যন্ত অবশ্য স্বস্তির ড্র নিয়ে মাঠ ছেড়েছে দলটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 August 2016, 01:09 PM
Updated : 17 August 2016, 06:05 AM

ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে মঙ্গলবার ২-২ ড্র করে দুই দল। চার ম্যাচ শেষে তিন ড্রয়ে ব্রাদার্সের পয়েন্ট ৩; এক জয় ও দুই ড্রয়ে আরামবাগ ক্রীড়া সংঘের ৫।

প্রথমার্ধের ষষ্ঠ মিনিটে সৈকত রাসেলের গোলে এগিয়ে যায় ব্রাদার্স। ২৫তম মিনিটে জাফর ইকবালের ক্রসে কেস্টার আকনের হেড সমতায় ফেরায় আরামবাগকে।

প্রথমার্ধের শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে জাফর লক্ষ্যভেদ করলে এগিয়ে যায় আরামবাগ। ৬৯ মিনিটে সমতায় ফেরে ব্রাদার্স। এনকোচা কিংসলের সঙ্গে বল দেওয়া নেওয়া করতে করতে মাপা শটে লক্ষ্যভেদ করেন মান্নাফ রাব্বী।