এফিমোভাকে কাঁদিয়ে কিংয়ের সোনা জয়

রাশিয়ার ইউলিয়া এফিমোভাকে পেছনে ফেলে ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের লিলি কিং। কিংয়ের স্বদেশি কেটি মাইলি পেয়েছেন ব্রোঞ্জ পদক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 August 2016, 07:44 AM
Updated : 9 August 2016, 10:37 AM
বিশ্ব চ্যাম্পিয়ন এফিমোভা ডোপিংয়ের অভিযোগে সাময়িক নিষিদ্ধ ছিলেন। অলিম্পিক শুরুর কিছু আগে আইনি লড়াই চালিয়ে অংশ নেওয়ার সুযোগ পান ২৪ বছর বয়সী এই সাঁতারু। তবে দর্শকরা তাকে গ্রহণ করতে পারেনি। প্রতিযোগিতার তৃতীয় দিনে বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে ফাইনাল শুরুর আগে তাকে দুয়ো দেয় দর্শকরা।

কষ্টটা চেপেই কিংয়ের সঙ্গে জোর প্রতিদ্বন্দ্বিতা তুলে ধরেছিলেন এফিমোভা। তবে অলিম্পিক রেকর্ড (এক মিনিট ৪.৯৩ সেকেন্ড) গড়া কিংয়ের পেছনেই থাকতে হয় তাকে।

রিওতে আসা নিয়ে এক মাস ধরে অনিশ্চয়তায় থাকা এফিমোভা চেয়েছিলেন সোনা জিতে সমালোচকদের জবাব দিতে। সেটা না পারায় আর দর্শকদের দুয়ো শুনতে হওয়ায় পরে আর নিজেকে ধরে রাখতে পারেননি। সাংবাদিকদের সামনে কান্নায় ভেঙে পড়েন তিনি।