লৌহমানবীর আরেকটি সোনা

৪০০ মিটার ব্যক্তিগত মিডলের পর এবার ১০০ মিটার ব্যাকস্ট্রোকেও সোনা জিতলেন হাঙ্গেরির কাতিনকা হোসসু।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 August 2016, 04:31 AM
Updated : 9 August 2016, 09:12 AM
রিও গেমসের তৃতীয় দিনে বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে তীব্র লড়াইয়ের পর হোসসু পেছনে ফেলেন যুক্তরাষ্ট্রের ক্যাথলিন ব্যাকারকে।

প্রথম ল্যাপে ষষ্ঠ স্থানে ছিলেন হোসসু। কিন্তু দ্বিতীয় ল্যাপে সবাইকে ছাড়িয়ে ৫৮.৪৫ সেকেন্ডে সোনা জেতেন ‘লৌহমানবী’ হিসেবে পরিচিত এই সাঁতারু।

রুপা জেতা ব্যাকারের সময় লাগে ৫৮.৭৫ সেকেন্ড। মাত্র দশমিক ০১ সেকেন্ড বেশি সময় নিয়ে যুগ্মভাবে ব্রোঞ্জ পান কানাডার কাইল মেস ও চীনের ফু ইউয়ানহুই। সেরা চার জনের মধ্যে সময়ের ব্যবধান ছিল মাত্র দশমিক ৩১ সেকেন্ড।

গেমসের প্রথম দিন ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে বিশ্বরেকর্ড গড়েছিলেন ২৭ বছর বয়সী হোসসু।

রিওতে ২০০ মিটার ব্যাকস্ট্রোক, বাটারফ্লাই ও মিডলেতেও অংশ নেবেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৫টি শিরোপা জিতলেও আগের তিনটি অলিম্পিক থেকে শূন্য হাতে ফেরা হোসসু।