ছেলেদের ১০ মিটার সিনক্রোনাইজড ডাইভিংয়ে সোনা চীনের

রিও গেমসে ছেলেদের ১০ মিটার সিনক্রোনাইজড ডাইভিংয়ে প্রত্যাশিত সোনা জিতেছে চীনের চেন আইশেন ও লিন ইউই জুটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 August 2016, 02:16 AM
Updated : 9 August 2016, 02:16 AM

অলিম্পিকের তৃতীয় দিনে মোট ছয় ডাইভের প্রতিবারেই চমৎকার পারফরম্যান্স দেখিয়ে বিশ্ব চ্যাম্পিয়নরা পরিষ্কার ব্যবধানে জয় নিশ্চিত করে। আইশেন ও ইউই এবারই প্রথম জুটি বেঁধে অলিম্পিকে অংশ নেন। 

এই নিয়ে অলিম্পিকের এই ইভেন্টে টানা চতুর্থবার সোনার পদক জিতলো চীন।

যুক্তরাষ্ট্রের দল রূপা ও ব্রিটেনের দল ব্রোঞ্জ পদক জিতেছে।

সোমবারের এই জয়ে ডাইভিংয়ে মোট আটটি ইভেন্টেই সোনা জেতার সম্ভাবনা ধরে রাখলো ফেভারিট চীন।

আসরের দ্বিতীয় দিন মেয়েদের ৩ মিটার সিনক্রোনাইজড স্প্রিংবোর্ড ইভেন্টে সোনা জেতে দেশটির উ মিনশিয়া ও শি তিংমাও জুটি।