রেকর্ড ওজন তুলে সোনা চীনের কুইংকুয়ানের 

আট বছর পর অলিম্পিকে দ্বিতীয় সোনার দেখা পেয়েছেন লং কুইংকুয়ান। বিশ্ব রেকর্ড গড়ে পুরুষদের ৫৬ কেজি ওজনশ্রেণির ভারোত্তোলনের সোনা জিতেছেন চীনের এই অ্যাথলেট।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 August 2016, 08:23 AM
Updated : 8 August 2016, 08:23 AM

রোববার স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে মোট ৩০৭ কেজি তোলেন বেইজিংয়ে ২০০৮ অলিম্পিকের সোনা জয়ী কুইংকুয়ান। 
 
৫৬ কেজি ওজনশ্রেণিতে এর আগের বিশ্ব রেকর্ডটি ছিল তুরস্কের হালিল মুতলুর। সিডনিতে ২০০০ সালের অলিম্পিকে সব মিলিয়ে ৩০৫ কেজি ওজন তুলেছিলেন তিনি।

৩০৩ কেজি ওজন তুলে এই ইভেন্টের রুপা জেতেন ২০১২ সালের অলিম্পিকের সোনা জয়ী ওম ইয়ুন চোল।
মেয়েদের ৫৩ কেজি ওজনশ্রেণি
মেয়েদের ৫৩ কেজি ওজনশ্রেণিতে সোনা জিতেছেন তাইওয়ানের সু শু-চিং। স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ২১২ কেজি ওজন তুলেছেন তিনি।
২০০ কেজি ওজন তুলে রুপা জেতেন ফিলিপিন্সের দিয়াস হিদিলিন।