প্রথম রাউন্ড থেকেই জোকোভিচের বিদায়

চোখের জলে রিও অলিম্পিকের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন নোভাক জোকোভিচ। বিশ্বের এক নম্বর তারকা হেরে গেছেন আর্জেন্টিনার হুয়ান মার্তিন দেল পোত্রোর কাছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 August 2016, 07:10 AM
Updated : 8 August 2016, 11:14 AM

রিও দে জেনেইরোতে রোববার দেল পোর্তোর কাছে ৭-৬, ৭-৬ গেমে হারেন সার্বিয়ার তারকা জোকোভিচ।

বর্তমানে টেনিস বিশ্বকে শাসন করে চলা জোকোভিচ রিওতে পা রেখেছিলেন সোনা জয়ের ফেভারিট হিসেবে। অলিম্পিকে এককে প্রথম সোনা জয়ের অভিযান শুরুতেই শেষ হয়ে যাওয়ায় হতাশ ১২টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই তারকা।

“কোনো সন্দেহ নেই এটি আমার জীবন এবং ক্যারিয়ারের কঠিনতম হারগুলোর একটি।”

এখন পুরুষদের ডাবলসের সোনা জিতলে হয়তো কিছু সান্ত্বনা পাবেন জোকোভিচ।

আর্জেন্টিনার ফেদেরিকো দেলবোনিসকে ৬-২, ৬-১ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেন স্পেনের তারকা রাফায়েল নাদাল।

মেয়েদের এককের প্রথম রাউন্ড থেকে ছিটকে পড়েছেন উইলিয়ামস পরিবারের বড় মেয়ে ভেনাস। বেলজিয়ামের কার্স্টন ফ্লিপকেন্সের কাছে ৪-৬, ৬-৩, ৭-৬ গেমে হারেন তিনি। ছোট মেয়ে সেরেনা রাশিয়ায় জন্ম নেওয়া অস্ট্রেলিয়ার খেলোয়াড় দারিয়া গাভ্রিলোভাকে হারিয়ে উঠেন দ্বিতীয় রাউন্ডে।

মেয়েদের দ্বৈতের প্রথম রাউন্ড থেকে দুই বোন ভেনাস ও সেরেনা জুটিকে ছিটকে দিয়েছে চেক প্রজাতন্ত্রের লুসি সাফারোভা ও বারবোরা স্ত্রাইকোভা জুটি।