রিওতে চীনকে প্রথম সোনা জেতালেন জাং

নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় দল নিয়ে অলিম্পিকে যাওয়া চীন সোনার পদকের দেখা পেল দ্বিতীয় দিনে এসে। মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তলে সেরা হয়ে রিও গেমসে প্রথমবারের মতো জাতীয় সঙ্গীত বাজিয়েছেন প্রথমবারের মতো অলিম্পিকে আসা শুটার জাং মেনজিউ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 August 2016, 03:52 PM
Updated : 7 August 2016, 03:54 PM

রোববার ২৫ বছর বয়সী জাং খানিকটা ব্যবধান রেখেই হারান রাশিয়ার ভিতালিনা বাত্সারাশ্কিনাকে।

ফাইনাল রাউন্ডে ২০ শটে ১৯৯.৪ পয়েন্ট তোলা জাং মাঝামাঝি পর্যায় থেকে এগিয়ে থাকায় শেষ দিকে তাকে খুব বেশি চাপ নিতে হয়নি। রুপা জেতা ভিতালিনার পয়েন্ট ১৯৭.১। তৃতীয় হয়েছেন গ্রিসের আন্না কোরাকাকি।