জলে বিশ্ব রেকর্ড হাঙ্গেরির ‘লৌহ মানবীর’

সুইমিংপুলে ঝড় তুলে বিশ্ব রেকর্ড গড়েছেন হাঙ্গেরির কাতিনকা হোসসু। রিও অলিম্পিকে মেয়েদের ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে প্রতিদ্বন্দ্বীদের অনেক পেছনে ফেলে সোনা জিতেছেন ‘লৌহমানবী’ হিসেবে পরিচিত এই সাঁতারু।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 August 2016, 03:47 AM
Updated : 7 August 2016, 03:47 AM

চতুর্থ অলিম্পিকে অংশ নিয়ে প্রথম সোনার দেখা পেলেন হোসসু। বিশ্ব রেকর্ড গড়তে সময় নিয়েছেন ৪ মিনিট ২৬.৩৬ সেকেন্ড।

যুক্তরাষ্ট্রের মায়া ডির‌্যাডো ৪ মিনিট ৩১.১৫ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন। ব্রোঞ্জ পদক জেতা স্পেনের মিরেইয়া বেলমন্তে গার্সিয়ার সময় লেগেছে ৪ মিনিট ৩২.৩৯ সেকেন্ড।

বিশ্ব চ্যাম্পিয়ন হোসসু যে রেকর্ড গড়বেন তা শনিবার বিকেলের হিটেই বোঝা গিয়েছিল। একটুর জন্য বিশ্ব রেকর্ড ভাঙেননি তিনি।

লন্ডনে ২০১২ অলিম্পিকে আগের বিশ্ব রেকর্ড (৪ মিনিট ২৮.৪৩ সেকেন্ড) গড়েছিলেন চীনের ইয়ে শিয়েন। সেবার চতুর্থ হয়েছিলেন হোসসু।