ভারোত্তোলনে প্রথম সোনা থাইল্যান্ডের তানাসানের

রিও অলিম্পিকের ভারোত্তোলনের প্রথম সোনা জিতেছেন থাইল্যান্ডের সোপিতা তানাসান। মেয়েদের ৪৮ কেজি ওজনশ্রেণিতে সবচেয়ে বেশি ওজন তুলেছেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 August 2016, 02:46 AM
Updated : 7 August 2016, 10:58 AM

শনিবার স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে মোট ২০০ কেজি ওজন তুলেছেন তানাসান। অলিম্পিক ভারোত্তোলনে সব মিলিয়ে চতুর্থ থাই নারী হিসেবে সোনা জিতলেন তিনি।

মোট ১৯২ কেজি তুলে রৌপ্য পদক পেয়েছেন ইন্দোনেশিয়ার শ্রি ওয়াহিউনি আগুস্তিয়ানি। ব্রোঞ্জ জাপানের হিরোমি মিয়াকির (১৮৮ কেজি)।
অলিম্পিকে স্বর্ণ পদক প্রাপ্তির সংখ্যায় থাইল্যান্ডের পুরুষ বক্সারদের ছুঁলেন নারী ভারোত্তোলকরা। অলিম্পিক ইতিহাসে এই দুটি ক্রীড়ায় কেবল সোনা জিতেছে থাইল্যান্ড।