-
উচ্ছ্বাসে ভেসে যাচ্ছেন ভার্জিনিয়া থ্র্যাশার। রিও দে জেনেইরো অলিম্পিকে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলের সোনা জিতেছেন ১৯ বছর বয়সী মার্কিন এই তরুণী। ছবি: রয়টার্স
-
মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলের সোনার পদক হাতে যুক্তরাষ্ট্রের মেয়ে ভার্জিনিয়া থ্র্যাশারের উচ্ছ্বাস। ছবি: রয়টার্স
-
পুরস্কার মঞ্চে সোনাজয়ী ভার্জিনিয়া থ্র্যাশার (মাঝে)। ২০০৪ সালে এথেন্সে সোনা জেতা চীনের দু লি (বাঁয়ে) এবার পেয়েছেন রূপার পদক। আর লন্ডনে গত অলিম্পিকের সোনা জয়ী চীনের আরেক শুটার ই সিলিং (সবার ডানে) পেয়েছেন ব্রোঞ্জ। ছবি: রয়টার্স
-
সোনাজয়ী থ্র্যাশার অলিম্পিক শুটিং রেঞ্জে অভিনন্দন পেলেন প্রতিদ্বন্দ্বী দু লির (ডানে) কাছ থেকে। ছবি: রয়টার্স
-
রিও দে জেনেইরোর অলিম্পিক শুটিং রেঞ্জে থ্র্যাশার। ছবি: রয়টার্স
-
পুরস্কার মঞ্চে ভার্জিনিয়া থ্র্যাশার (মাঝে)। ছবি: রয়টার্স
রিও দে জেনেইরো অলিম্পিকে প্রথম সোনার পদক জিতেছেন যুক্তরাষ্ট্রের শুটার ভার্জিনিয়া থ্র্যাশার।