অলিম্পিক উদ্বোধনের আগেই আর্চারিতে বিশ্বরেকর্ড

আনুষ্ঠানিকভাবে রিও দে জেনেইরো অলিম্পিকের পর্দা ওঠার আগেই বিশ্বরেকর্ড গড়েছেন দক্ষিণ কোরিয়ার তিরন্দাজ কিম উজিন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2016, 06:43 PM
Updated : 5 August 2016, 06:43 PM

ব্রাজিলের রিও দে জেনেইরোর সামব্রোদোমোয় শুক্রবার ছেলেদের ব্যক্তিগত ইভেন্টের র্যা ঙ্কিং রাউন্ডে ৭২০-এর মধ্যে ৭০০ স্কোর করে বিশ্বরেকর্ড গড়েন কিম।

‌র্যা ঙ্কিং রাউন্ডে ৭০ মিটার দূর থেকে ৭২টি তির ছোঁড়েন প্রতিযোগীরা। প্রতিটি তিরে সম্ভাব্য সর্বোচ্চ স্কোর ১০।

আগের রেকর্ডটিও ছিল দক্ষিণ কোরিয়ার আর্চারের; ২০১২ সালের লন্ডন অলিম্পিকে ৬৯৯ স্কোর করেছিলেন ইম ডং হিউন।

বিশ্বরেকর্ড গড়ার পর কিম জানান, এখনই এই সাফল্য উদযাপন করবেন না তিনি।

“আগামীকাল আরও গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। উদযাপনের দিক থেকে আজ কিছুই করব না। আমি কালকের ম্যাচে ‍দৃষ্টি দিতে চাই।”