সেভিয়ায় আর্জেন্টিনার মেরকাদো

আর্জেন্টিনার ডিফেন্ডার গাব্রিয়েল মেরকাদোকে তিন বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছে লা লিগার দল সেভিয়া।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2016, 02:57 PM
Updated : 6 August 2016, 07:54 AM

২৯ বছর বয়সী এই রাইট ব্যাককে তার স্বদেশের ক্লাব রিভার প্লেট থেকে দলে নেওয়ার কথা বৃহস্পতিবার জানায় সেভিয়া।

২০১২ সালে বুয়েনস আইরেসের ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকে মোট ছয়টি শিরোপা জেতেন মেরকাদো। ২০১৫ সালে ফিফা ক্লাব বিশ্বকাপ ফাইনালে বার্সেলোনার কাছে হেরে যাওয়া ম্যাচে দলে ছিলেন দেশের হয়ে মোট ১০টি ম্যাচ খেলা এই খেলোয়াড়।

সেভিয়ার হয়ে টানা তিনবার ইউরোপা লিগ জেতা স্প্যানিশ ডিফেন্ডার কোকে সম্প্রতি বুন্দেসলিগার ক্লাব শালকেতে যোগ দিয়েছে। তার শূন্যতা পূরণেই মেরকাদোকে কিনেছে স্পেনের ক্লাবটি।

গত জুনে যুক্তরাষ্ট্রে হওয়া কোপা আমেরিকায় শতবর্ষী আসরে আর্জেন্টিনা দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মেরকাদো। এ প্রতিযোগিতায় দলের খেলা মোট ছয় ম্যাচের পাঁচটিতেই প্রথম একাদশে ছিলেন তিনি। টুর্নামেন্টের ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হেরে যায় আর্জেন্টিনা।