গেনসিরিউ কারাতে-জুজুৎসুতে সেরা হোপ স্কুল-স্টার্স একাডেমি

প্রথম জাতীয় গেনসিরিউ কারাতে ও প্রথম জাতীয় জুজুৎসু প্রতিযোগিতায় সেরা হয়েছে জামগড়া স্কুল অব হোপ ও মার্শাল আর্ট স্টার্স একাডেমি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2016, 02:41 PM
Updated : 5 August 2016, 02:41 PM

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুক্রবার শেষ হয় এ দুটি প্রতিযোগিতা। 
 
গেনসিরিউ কারাতে প্রতিযোগিতায় চারটি সোনা, ছয়টি করে রুপা ও ব্রোঞ্জসহ ১৬টি পদক নিয়ে সেরা হয়েছে হোপ স্কুল। যশোরের ইয়াং ড্রাগন মার্শাল আর্ট তিনটি করে সোনা ও রুপা মিলিয়ে ৬টি পদক নিয়ে রানার্সআপ হয়েছে।
 
জুজুৎসু প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে মিরপুরের মার্শাল আর্ট স্টার্স একাডেমি। ঢাকা বিশ্ববিদ্যালয় ও ব্রাদার্স ইউনিয়ন ক্লাব যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হয়েছে।
 
জেলা ক্রীড়া সংস্থা, বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুল থেকে ছেলে ও মেয়ে সর্বমোট ২৫০জন খেলোয়াড় দুই প্রতিযোগিতায় অংশ নেয়।