জাতীয় গেনসিরিউ কারাতের সেরা আঁখি ও সজীব

প্রথম জাতীয় গেনসিরিউ কারাতে ও প্রথম জাতীয় জুজুৎসু প্রতিযোগিতার উদ্বোধনী দিনে গেনসিরিউ কারাতের মাইনাস ৩০ কেজি ওজন শ্রেণির ছেলেদের বিভাগে হোপ স্কুলের সজীব হাসান ও মেয়েদের বিভাগে একই প্রতিষ্ঠানের আঁখি রানী দাস সেরা হয়েছেন।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2016, 02:27 PM
Updated : 4 August 2016, 02:27 PM

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রথম দিন কেবল গেনসিরিউ কারাতের ইভেন্ট হয়। ছেলেদের মাইনাস ৪০ কেজিতে ওজন শ্রেণিতে সেরা হন যশোর জেলা ক্রীড়া সংস্থার মোহাম্মদ সোহানুর। মেয়েদের মাইনাস ৪০ কেজিতে প্রথম হন হোপ স্কুল সাভারের সুমাইয়া আক্তার।

মেয়েদের মাইনাস ৪৫ কেজিতে রাজশাহীর বৈশাখী এবং মেয়েদের মাইনাস ৫২ কেজিতে ইয়াং টাইগার ঢাকার তাসলিমা আক্তার প্রথম হয়েছেন। এছাড়া মেয়েদের সিনিয়র কাতায় প্রথম হন ঢাকার ফারিয়া রহমান।

জেলা ক্রীড়া সংস্থা, বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুল থেকে ছেলে ও মেয়ে সর্বমোট ২৫০জন খেলোয়াড় এ দুটি প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।