ইংলিশ চ্যাম্পিয়নদের উড়িয়ে দিল বার্সা

নতুন মৌসুম শুরুর আগে প্রস্তুতিমূলক টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে টানা দ্বিতীয় জয় পেয়েছে বার্সেলোনা। আক্রমণভাগে মুনির এল হাদ্দাদি ও লুইস সুয়ারেস জ্বলে ওঠায় ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন লেস্টার সিটিকে ৪-২ গোলে হারিয়েছে লুইস এনরিকের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 August 2016, 08:16 PM
Updated : 4 August 2016, 12:31 PM

বার্সেলোনার পক্ষে মুনির জোড়া গোল করেন। আর একটি করে গোল করেন সুয়ারেস ও রাফায়েল গার্সিয়া। লেস্টারের গোল দুটি করেন আহমেদ মুসা।

এ ম্যাচেও গোল পাননি দলের সেরা তারকা লিওনেল মেসি; তবে দুটি গোলে অবদান রাখেন তিনি।

প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের ক্লাব সেল্টিককে ৩-১ গোলে হারিয়েছিল লা লিগা চ্যাম্পিয়নরা।

ফুটবল বিশ্বকে চমকে দিয়ে লেস্টারের ইপিএল শিরোপা জয়ের মূলে ছিল দলটির জমাট রক্ষণ। কিন্তু সুইডেনের রাজধানী স্টকহোমে বুধবার রাতে ম্যাচের শুরু থেকেই তাদের রক্ষণভাগ ছিল বেশ নড়বড়ে। আর এ সুযোগ কাজে লাগিয়ে ২৬তম মিনিটে প্রথম গোলটি করেন মুনির।

আট মিনিট পর মেসির চিপ করে বাড়ানো বল ধরে ব্যবধান দ্বিগুণ করেন সুয়ারেস। বিরতিতে যাওয়ার আগে উরুগুয়ের এই স্ট্রাইকারের সাহায্যে নিজের দ্বিতীয় গোল করেন ২০ বছর বয়সী মুনির।

৩-০ ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে খেলতে নামা লেস্টার ৪৭তম মিনিটে আহমেদ মুসার গোলে ব্যবধান কমায়।

৬২তম মিনিটে দলের সেরা তারকা মেসিকে তুলে নেন কোচ লুইস এনরিকে। এর চার মিনিট পরেই নাইজেরিয়ার ফরোয়ার্ড মুসা নিজের দ্বিতীয় গোল করে লড়াই জমিয়ে তোলেন।

৭৭তম মিনিটে দুই গোলদাতা সুয়ারেস ও মুনিরকেও তুলে নেন এনরিকে। পরীক্ষিতরা মাঠে না থাকলেও ঠিকই প্রত্যাশিত জয় তুলে নেয় বার্সেলোনা। ৮৪তম মিনিটে দলের চতুর্থ গোলটি করে জয় নিশ্চিত করেন পাঁচ মিনিট আগেই বদলি নামা ১৭ বছর বয়সী তরুণ স্প্যানিশ ফরোয়ার্ড গার্সিয়া।