ব্রাদার্সকে হারিয়ে শীর্ষে ‍মুক্তিযোদ্ধা

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে আলো ছড়ালেন হাবিবুর রহমান সোহাগ ও আহমেদ কোলো মুসা। এ দুজনের গোলে ব্রাদার্স ইউনিয়নকে ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগে শীর্ষে উঠেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 August 2016, 03:56 PM
Updated : 3 August 2016, 03:56 PM

চট্টগ্রাম পর্বে হওয়া তিন রাউন্ড শেষে তিন দলের পয়েন্ট ৭ করে। গোল ব্যবধানে শীর্ষে মুক্তিযোদ্ধা। চট্টগ্রাম আবাহনী দ্বিতীয় ও আবাহনী লিমিটেড আছে তৃতীয় স্থানে। আগামী শুক্রবার থেকে শুরু হবে লিগের ময়মনসিংহ পর্ব।
 
এমএ আজিজ স্টেডিয়ামে ফরোয়ার্ডদের ব্যর্থতায় কোনো দলই গোল পায়নি। ৫৯তম মিনিটে ব্রাদার্স এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ থেকে বঞ্চিত হয়। মুক্তিযোদ্ধার দুই ডিফেন্ডারকে কাটিয়ে এনকোচা কিংসলের নেওয়া শট গোলরক্ষককে ফাঁকি দিলেও পোস্টে লেগে ফেরে।
 
৬৫তম মিনিটে সোহাগের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। এই মিডফিল্ডারের বাঁ পায়ের নেওয়া ফ্রি-কিক অনেকটা বাঁক খেয়ে গোলরক্ষককে ফাঁকি দিয়ে জারে জড়ায়।
 
ব্যবধান বাড়াতে প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রাখা মুক্তিযোদ্ধা দ্বিতীয় গোল পায় ৮৩তম মিনিটে। প্রতিপক্ষের রক্ষণের ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোলমুখের বাঁ দিক থেকে আলতো টোকায় লক্ষ্যভেদ করেন নাইজেরিয়ার ফরোয়ার্ড মুসা। চট্টগ্রাম আবাহনীর রুবেল মিয়াকে (৩টি গোল) পেছনে ফেলে কোলো মুসা এ মুহূর্তে সর্বোচ্চ গোলদাতা (৪)।
 
বুধবার প্রথম ম্যাচে কেস্টার আকনের জোড়া গোলে উত্তর বারিধারাকে ২-১ ব্যবধানে হারায় আরামবাগ ক্রীড়া সংঘ।