লি টাকের গোলে জিতল আবাহনী
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Aug 2016 09:43 PM BdST Updated: 02 Aug 2016 09:43 PM BdST
-
দুর্দান্ত এক ফ্রি কিকে বল জালে জড়িয়ে ছুটছেন উৎফুল্ল লি টাক। তার পিছনে ঢাকা আবাহনীর অন্যান্য খেলোয়াড়েরা। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
-
ম্যাচের একমাত্র ও জয়সূচক গোলদাতা লি টাককে ঘিরে ঢাকা আবাহনীর খেলোয়াড়দের উল্লাস। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
লি টাকের গোলে কষ্টের জয় নিয়ে মাঠ ছেড়েছে আবাহনী লিমিটেড। টিম বিজেএমসির বিপক্ষে প্রিমিয়ার লিগ ফুটবলে প্রতিযোগিতাটির সর্বোচ্চ চার বারের চ্যাম্পিয়নদের জয়টি ১-০ গোলের।
চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে মঙ্গলবার ম্যাচের ৩৩তম মিনিটে অনেকটা দূর থেকে দারুণ ফ্রি-কিকে পোস্ট ঘেঁষে বল জালে জড়ান লি টাক। গোলরক্ষক বাঁয়ে ঝাঁপিয়ে পড়লেও বলের নাগাল পাননি। এ গোলেই লিগে দ্বিতীয় জয় নিশ্চিত হয় জর্জ কোটানের দলের।
লিগে আগের দুই ম্যাচ ড্র করা বিজেএমসি ৫২তম মিনিটে সমতায় ফেরার সুযোগ পায়। কিন্তু স্যামসন ইলিয়াসুর বাঁ পায়ের গতিময় শট পোষ্টের বাইরে দিয়ে উড়ে গেলে হতাশ হতে হয় দলটিকে।

ম্যাচের একমাত্র ও জয়সূচক গোলদাতা লি টাককে ঘিরে ঢাকা আবাহনীর খেলোয়াড়দের উল্লাস। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
যোগ করা সময়সহ শেষ ১৫ মিনিট ১০ জন নিয়ে নির্বিঘ্নে কাটিয়ে দেয় ফেডারেশন কাপের শিরোপা জেতা আবাহনী। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে লিগে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। ৭ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে থাকা চট্টগ্রাম আবাহনী শীর্ষে আছে।
মঙ্গলবার প্রথম ম্যাচে ফেনী সকারের সঙ্গে গোলশূন্য ড্র করে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তিন ম্যাচে মাত্র ২ পয়েন্ট জসিমউদ্দিন জোসির দলের।
-
লেভানদোভস্কির ভবিষ্যৎ নিয়ে ‘চুপ’ মানে
-
ইউভেন্তুস থেকে আতলেতিকোয় ফিরলেন মোরাতা
-
‘আমি ফিরে এসেছি’, ইন্টারে ফিরে উচ্ছ্বসিত লুকাকু
-
ছুটছেন জোকোভিচ, রাডুকানুর বিদায়
-
টিভিতে আজ
-
‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
-
সমান পয়েন্টে সেরি আ চ্যাম্পিয়ন নির্ধারণ হবে প্লে-অফে
-
পিএসজি ছাড়লে নেইমারের চেলসিতে আসা উচিত: সিলভা
সর্বাধিক পঠিত
- শিক্ষককে পিটিয়ে খুন: মামলায় জিতুর বয়স ১৬, র্যাব বলছে ১৯
- সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- বান্ধবীর সামনে ‘হিরো হতে’ শিক্ষককে পেটান জিতু
- জর্দার পোটলা নিয়ে হজে, ভোগালেন সহযাত্রীদেরও
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
- পদ্মা সেতুর নাট খুলে গ্রেপ্তার ‘সাবেক শিবিরকর্মী’
- পদ্মা সেতুতে আবেগাপ্লুত ভারতের পর্যটক
- মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান