নেইমার বিশ্বসেরা হবে: রিভালদো

ব্রাজিলের বিশ্বকাপ জয়ী তারকা রিভালদোর বিশ্বাস, তার স্বদেশি খেলোয়াড় নেইমার এক দিন বিশ্বসেরা ফুটবলার হবে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 August 2016, 02:11 PM
Updated : 2 August 2016, 02:11 PM

ব্যাবসায়িক প্রতিষ্ঠান কোনামি ও বার্সেলোনার মধ্যে একটি স্পন্সরশিপ চুক্তির অনুষ্ঠানে উত্তরসূরি নেইমারের উচ্ছ্বসিত প্রশংসা করেন ক্লাবটির সাবেক তারকা রিভালদো।

“সে দারুণ খেলোয়াড় এবং বিশ্ব ফুটবলে সমীহ আদায় করে নিচ্ছে। বিশ্বের সেরা খেলোয়াড় হওয়ার পথে সে এগিয়ে যাবে।”

২০০২ সালে ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা রিভালদো সাবেক দল বার্সেলোনার প্রসঙ্গে বলেন, “সাম্প্রতিক মৌসুমগুলোতে দলটি খুব ভালো খেলছে এবং সমর্থকদের খুশি করছে। প্রতি বছরেই তারা আগের চেয়ে ভালো খেলে। (গত মৌসুমে) চ্যাম্পিয়ন্স লিগ না জিতলেও তাদের দারুণ একটা মৌসুম কেটেছে।”

টানা তৃতীয়বারের মতো লা লিগা শিরোপা জেতার লক্ষ্যে আগামী ২০ অগাস্ট রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের লিগ অভিযান শুরু করবে বার্সেলোনা। এর আগে আগামী ১০ অগাস্ট জন গাম্পার ট্রফিতে সাম্পদোরিয়া ও ১৭ অগাস্ট স্প্যানিশ সুপার কাপে সেভিয়ার বিপক্ষে খেলবে দলটি।

নতুন মৌসুমের জন্য নিজেদের প্রস্তুত করে নিতে বর্তমানে প্রস্তুতিমূলক টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ খেলছে লিওনেল মেসিরা। তবে ব্রাজিলের হয়ে অলিম্পিকে খেলার জন্যে বর্তমানে দেশেই আছেন নেইমার।