এবার চট্টগ্রাম আবাহনীর কাছে হারল শেখ রাসেল
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Aug 2016 09:56 PM BdST Updated: 01 Aug 2016 10:21 PM BdST
-
গোলদাতা মোহাম্মদ ইব্রাহিমকে ঘিরে চট্টগ্রাম আবাহনীর খেলোয়াড়দের উল্লাস। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
-
শেখ রাসেলের জালে বল পাঠানোর আনন্দে দু'হাত মেলে ছুটলেন মোহাম্মদ ইব্রাহিম। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
টানা তিন ম্যাচ হারলো শেখ রাসেল ক্রীড়া চক্র। প্রিমিয়ার লিগের ২০১২-১৩ মৌসুমের চ্যাম্পিয়নরা এবার চট্টগ্রাম আবাহনীর কাছে হেরেছে ২-১ গোলে।
এক মৌসুম পর লিগে ফেরা উত্তর বারিধারার কাছে হেরে লিগ শুরু করেছিল শেখ রাসেল। নিজেদের দ্বিতীয় ম্যাচে লিগের আরেক ছোটো দল রহমতগঞ্জের কাছেও হারে মারুফুল হকের শিষ্যরা। অন্যদিকে ড্র দিয়ে লিগ শুরু করা ইউসেফ পাভলিকের দল দ্বিতীয় জয় পেল।
এমএ আজিজ স্টেডিয়ামে সোমবার আক্রমণ, পাল্টা আক্রমণে শুরু থেকে জমে ওঠা ম্যাচের তৃতীয় মিনিটে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। ডান দিক থেকে দেওয়া রুবেল মিয়ার ক্রস গোলরক্ষক অনেকটা লাফিয়ে ফেরালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। পোস্টের একটু ওপরে থাকা মোহাম্মদ ইব্রাহিম পেয়ে যান বল, নিখুঁত প্লেসিং শটে গ্যালারিতে আনন্দের ঢেউ তোলেন এই উঠতি ফরোয়ার্ড।
এগিয়ে যাওয়ার পর পরই ব্যবধান দ্বিগুণ করে নিতে পারত চট্টগ্রামের দলটি। দূরের পোস্টে নেওয়া রুবেলের শট অল্পের জন্য লক্ষ্যে থাকেনি। ২৮তম মিনিটে লিওনেলের ক্রসে মামুনুল ইসলামের ভলি ক্রসবারের ওপর দিয়ে উড়ে গেলে আরেকটি সুযোগ নষ্ট হয় মৌসুম শুরুর টুর্নামেন্ট স্বাধীনতা কাপ জেতা দলটির।

৬০তম মিনিটে সোহেল রানার বাড়ানো বলে লিওনেল সেইন্ট প্রিয়াক্সের ক্রস পা ছোঁয়ানোর মতো চট্টগ্রাম আবাহনীর কেউ ছিল না প্রতিপক্ষের গোলমুখে। ৮৮তম মিনিটে লিওনেলই অফসাইডের ফাঁদ ভেঙে ঠাণ্ডা মাথায় লক্ষ্যভেদ করেন। শেখ রাসেলের অফসাইডের দাবি কানে তোলেননি রেফারি।
সোমবার প্রথম ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির সঙ্গে ১-১ ড্র করে শিরোপাধারী শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।
সর্বাধিক পঠিত
- চাঁদপুরে এক বাড়িতেই বাস করে ‘সাড়ে ৭ হাজার মানুষ’
- নাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন
- পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়াতে আবেদন
- এক পোয়া মাছ পৌনে তিন লাখ টাকায় বিক্রি
- টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
- ভালোবাসার জন্য থাকবেন মেসি, আশায় নতুন বার্সা প্রধান
- ৫ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে জিপি-রবি নিলাম যুদ্ধ
- আবার বার্সা সভাপতি লাপোর্তা
- চিত্রনায়ক শাহিন আলমের মৃত্যু
- বিস্ফোরক সাক্ষাৎকার: মেগান বললেন, তার ছেলের গায়ের রঙ নিয়ে উদ্বেগ ছিল ব্রিটিশ রাজপরিবারে