রিকার্ভে রুমান-বিউটি, কম্পাউন্ডে রাম-সুস্মিতা সেরা

অষ্টম জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপের রিকার্ভে ব্যক্তিগত ইভেন্টে রুমান সানা ও বিউটি রায় সেরা হয়েছেন। কম্পাউন্ডে ব্যক্তিগত বিভাগে সেরা হয়েছেন রাম কৃষ্ণ সাহা ও সুস্মিতা বণিক।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2016, 05:00 PM
Updated : 28 July 2016, 05:00 PM

বাংলাদেশ আর্চারি ফেডারেশন বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানায়, টঙ্গির শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে ছেলেদের ব্যক্তিগত রিকার্ভে বাংলাদেশ আনসারের রুমান ৭-১ সেট পয়েন্টে তিরন্দাজ সংসদের আব্দুল্লাহ্ আল মামুনকে হারিয়ে সোনা জেতেন। এই ইভেন্টের মেয়েদের বিভাগে তিরন্দাজ সংসদের বিউটি ৬-৪ সেট পয়েন্টে বিকেএসপির রাদিয়া আক্তার শাপলাকে হারিয়ে সেরা হয়েছেন।

রুমান, ইমদাদুল হক মিলন ও প্রেন্নয় মুরংকে নিয়ে গড়া বাংলাদেশ আনসার জিতেছে রিকার্ভের দলগত সোনা। ৬-২ সেট পয়েন্টে তিরন্দাজ সংসদকে হারায় তারা। তিরন্দাজ সংসদের হয়ে খেলেন তামিমুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন ও ইব্রাহিম সেজোয়ান।

রিকার্ভে মেয়েদের দলগত সোনা জিতেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি।  হিরা মনি, রাদিয়া আক্তার শাপলা, রাবেয়া খাতুন ত্রয়ী ৫-৪ সেট পয়েন্টে হারান তিরন্দাজ সংসদের বিউটি রায়, মনিষা খানম দোলা, হুমায়রা হিমু ত্রয়ীকে।

তামিমুল ইসলাম-বিউটি রায় জুটি ৫-১ সেট পয়েন্টে বিকেএসপির শেখ সজিব-হিরা মনি জুটিকে হারিয়ে তিরন্দাজ সংসদকে রিকার্ভের মিশ্র দলগত সোনা এনে দিয়েছেন।

ছেলেদের কম্পাউন্ড বিভাগে তিরন্দাজ সংসদের রাম কৃষ্ণ সাহা ১৪৬-১৪২ স্কোরে বাংলাদেশ আনসারের আবুল কাশেম মামুনকে হারিয়ে ব্যক্তিগত বিভাগের সোনা জিতেছেন। এ ইভেন্টের মেয়েদের বিভাগে আর্মি আর্চারি ক্লাবের সুস্মিতা বনিক ১৩১-১২৪ স্কোরে ক্লাব সতীর্থ তামান্না পারভীনকে হারিয়ে সেরা হয়েছেন।

আবুল কাশেম মামুন, মিলন মোল্লা ও মনিরুল ইসলামের বাংলাদেশ আনসার জিতেছে ছেলেদের কম্পাউন্ড বিভাগের দলগত সোনা। ২১০-২০৫ স্কোরে তারা বিজিবিকে (বর্ডার গার্ড বাংলাদেশ) হারায়। বিজিবির হয়ে সামছু উদ্দিন, এহেসান আহমেদ ও নাজমুল হুদা খেলেন।

তামান্না পারভীন, রোকসানা আক্তার ও সুস্মিতা বনিক ঢাকা আর্মি ক্লাবকে মেয়েদের কম্পাউন্ডের দলগত সোনা এনে দেন। ২০৭-২০৪ স্কোরে ফাতেমা আক্তার নিশি, বিপাশা আক্তার ও আয়েশা পারভীন মহুয়াকে নিয়ে গড়া তিরন্দাজ সংসদকে হারান তারা।

কম্পাউন্ডের মিশ্র দলগত সোনা জিতেছেন বাংলাদেশ আনসারের আবুল কাশেম মামুন-সামিয়া আক্তারি জুটি। ১৪১-১৩৭ স্কোরে তিরন্দাজ সংসদের রাম কৃষ্ণ সাহা-ফাতেমা আক্তার নিশি জুটিকে হারান তারা।