লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন কলম্বিয়ার নাসিওনাল

দুই যুগেরও বেশি সময় পর ক্লাব ফুটবলে ফের লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে আতলেতিকো নাসিওনাল। কোপা লিবের্তাদোরেসের ফাইনালের ফিরতি লেগে একুয়েডরের দল ইন্দেপেনদিয়েন্তে দেল ভালেকে একমাত্র গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে জিতে শিরোপা নিশ্চিত করেছে কলম্বিয়ার ক্লাবটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2016, 09:13 AM
Updated : 28 July 2016, 09:13 AM

গত সপ্তাহে একুয়েডরে হওয়া শিরোপা নির্ধারণী লড়াইয়ের প্রথম পর্বের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। আর বুধবার কলম্বিয়ার মেদেলিনে ফিরতি লেগের অষ্টম মিনিটে স্বাগতিকদের জয়সূচক গোলটি করেন মিগেল বোরহা।

এই জয়ে মহাদেশ সেরা এই প্রতিযোগিতায় নাসিওনালের ২৭ বছরের শিরোপা খরা ঘুঁচল। দলটির এটা দ্বিতীয় কোপা লিবের্তাদোরেস শিরোপা। ১৯৮৯ সালে এখানে প্রথম চ্যাম্পিয়ন হয়েছিল তারা।

নিজেদের মহাদেশের শ্রেষ্ঠত্ব অর্জন করায় নাসিওনাল এবার ইউরোপ সেরা রিয়াল মাদ্রিদ ও অন্য পাঁচটি দলের সঙ্গে আগামী ডিসেম্বরে জাপানে ক্লাব বিশ্বকাপে খেলবে।

কলম্বিয়ার আরেক ক্লাব সান্তা ফে দক্ষিণ আমেরিকার দ্বিতীয় সেরা ক্লাব প্রতিযোগিতা কোপা সুদামেরিকানার চ্যাম্পিয়ন হয়।

এবারই প্রথমবারের মতো এই অঞ্চলের সেরা দুটি প্রতিযোগিতার শিরোপা একই সময়ে কলম্বিয়ার দুটি ক্লাবের দখলে আছে।