বার্সেলোনা তারকার ঘড়ি নিয়ে চম্পট দেওয়ার সময় একজনকে আটক করেছে পুলিশ।
গত সপ্তাহে একুয়েডরে হওয়া শিরোপা নির্ধারণী লড়াইয়ের প্রথম পর্বের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। আর বুধবার কলম্বিয়ার মেদেলিনে ফিরতি লেগের অষ্টম মিনিটে স্বাগতিকদের জয়সূচক গোলটি করেন মিগেল বোরহা।
এই জয়ে মহাদেশ সেরা এই প্রতিযোগিতায় নাসিওনালের ২৭ বছরের শিরোপা খরা ঘুঁচল। দলটির এটা দ্বিতীয় কোপা লিবের্তাদোরেস শিরোপা। ১৯৮৯ সালে এখানে প্রথম চ্যাম্পিয়ন হয়েছিল তারা।
কলম্বিয়ার আরেক ক্লাব সান্তা ফে দক্ষিণ আমেরিকার দ্বিতীয় সেরা ক্লাব প্রতিযোগিতা কোপা সুদামেরিকানার চ্যাম্পিয়ন হয়।
এবারই প্রথমবারের মতো এই অঞ্চলের সেরা দুটি প্রতিযোগিতার শিরোপা একই সময়ে কলম্বিয়ার দুটি ক্লাবের দখলে আছে।