ইউভেন্তুসের হয়ে হিগুয়াইনের লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগ জয়
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Jul 2016 09:43 PM BdST Updated: 27 Jul 2016 10:02 PM BdST
ট্রান্সফার ফির রেকর্ড গড়ে ইউভেন্তুসে যোগ দেওয়া গনসালো হিগুয়াইন সেরি আর শীর্ষ ক্লাবটির হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিততে চান।
ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ আর ইতালির ফুটবলে সর্বোচ্চ ৯ কোটি ইউরো ট্রান্সফার ফির বিনিময়ে নাপোলি থেকে ইউভেন্তুসে যোগ দেন হিগুয়াইন। পাঁচ বছরের চুক্তিতে তুরিনের ক্লাবে যোগ দেওয়া এই তারকা স্ট্রাইকারের বুধবার মেডিক্যাল পরীক্ষা হয়। এরপরই ইউরোপের সেরা প্রতিযোগিতার শিরোপা জেতার লক্ষ্যের কথা জানান ২৮ বছর বয়সী আর্জেন্টিনার এই স্ট্রাইকার।
“আজ আমার সুন্দর কিছু অভিজ্ঞতা হয়েছে। এখানে আসতে পেরে আমি খুশি। আশা করি, দারুণ একটা মৌসুম কাটবে। এজন্য মূল যা যা দরকার তা আমাদের আছে। এটা গ্রেট ক্লাব, একটা দারুণ দল এবং সমর্থকদের খুশি করতে পারবো বলে আমরা আশা করি।”
“চ্যাম্পিয়ন্স লিগ? আশা করি। এখন গুরুত্বপূর্ণ হলো কাজ করা ও শান্ত থাকা এবং যতটা সম্ভব মৌসুমের শুরুটা ভালো করা।”

দুবারের ইউরোপ সেরা ইউভেন্তুস শেষবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল ১৯৯৫-৯৬ মৌসুমে। ২০১৪-১৫ মৌসুমে ফাইনালে উঠলেও বার্সেলোনার কাছে হেরে তৃতীয় শিরোপার স্বপ্ন ভাঙে দলটির।
দলে যোগ দিয়েই সমর্থকদের মুখে এবার হাসি ফোঁটানোর লক্ষ্য গত মৌসুমে নাপোলির হয়ে সেরি আর এক মৌসুমে রেকর্ড ৩৬ গোল করা হিগুয়াইন।
সর্বাধিক পঠিত
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- গ্রামীণ টেলিকমকর্মীদের আইনজীবী বললেন, অর্থ পেয়েছি ফি হিসেবে
- রেকর্ড হারানো লারা অভিনন্দন জানালেন বুমরাহকে
- এলোমেলো বোলিং, দিশাহীন ব্যাটিংয়ে বাংলাদেশের বড় হার
- ‘পাওয়ারফুল’ সোহানকে নিয়ে ডমিঙ্গোর যে আশা
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা