রিও অলিম্পিকে নেই ফেদেরার

হাঁটুর চোটের কারণে রিও দে জেনেইরো অলিম্পিকে খেলা হচ্ছে না রজার ফেদেরারের। মৌসুমের বাকি সময়েও আর কোর্টে নামতে পারবেন না সুইজারল্যান্ডের এই টেনিস তারকা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2016, 12:30 PM
Updated : 16 Oct 2016, 12:22 PM

পুরোপুরি সেরে উঠে আরও অনেক দিন খেলা চালিয়ে যেতে ফেদেরারকে ‘দীর্ঘ পুনর্বাসন’ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। মঙ্গলবার ফেইসবুকে নিজেই এ কথা জানান রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী তারকা। সেই সঙ্গে অলিম্পিকে অংশ নিতে না পারায় হতাশা প্রকাশ করেন ২০১২ সালের লন্ডন অলিম্পিকে পুরুষ এককে রূপা বিজয়ী।

লস্বা সময় কোর্টের বাইরে থাকতে হবে জেনেও ফিরে আসার ব্যাপারে আত্মবিশ্বাসের কমতি নেই ৩৪ বছর বয়সী ফেদেরারের।

“সব সময়ের মতোই আমি অনুপ্রাণিত। ২০১৭ সালে আক্রমণাত্মক টেনিস খেলার লক্ষ্যে আরও শক্তিশালী, স্বাস্থ্যবান ও ফিট হতে সব শক্তি দিয়ে চেষ্টার পরিকল্পনা করছি।”

গত ফেব্রুয়ারিতে ফেদেরারের হাঁটুর অস্ত্রোপচার করা হয়। পরে পিঠের সমস্যার কারণে গত মে মাসে হওয়া ফরাসি ওপেনে খেলা হয়নি তার।

চোট কাটিয়ে ফিরে উইম্বলডনের শিরোপা জয়ের সম্ভাবনাও জাগান; কিন্তু সেমি-ফাইনালে মিলোস রায়োনিসের কাছে হেরে যান ২০১২ সালে এখানেই সবশেষ গ্র্যান্ড স্ল্যাম জেতা ফেদেরার।