শিষ্যদের গুয়ার্দিওলার সতর্কবার্তা

পুরো ফিট না থাকলে ‘বিপদ আসছে’ বলে ম্যানচেস্টার সিটির খেলোয়াড়দের সতর্ক করে দিয়েছেন ক্লাবটির নতুন কোচ পেপ গুয়ার্দিওলা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2016, 11:16 AM
Updated : 27 July 2016, 11:16 AM

সিটির ডিফেন্ডার গায়েল ক্লিসি জানান, পুরো ফিট না থাকায় কয়েকজন খেলোয়াড়কে মূল দলের সঙ্গে অনুশীলন করতে দিচ্ছেন না গুয়ার্দিওলা। এ ছাড়া ওজন বেড়ে যাওয়া ঠেকাতে খেলোয়াড়দের খাবার তালিকা থেকে কিছু জুস আর পিৎসা বাতিল করে দেন তিনি।

পুরো ফিট না থাকলে খেলোয়াড়দের চোট পাওয়ার শঙ্কা থাকে বলে মনে করেন গুয়ার্দিওলা।

“তাদের ওজন বাড়তি নয় কিন্তু আমি আমার খেলোয়াড়দের ফিট দেখতে চাই। আমার কাছে ওজন খুব বেশি গুরুত্বপূর্ণ। বল পেতে আমাদের দৌড়াতে, লড়াই করতে, লাফাতে হয়।”

“আপনি যখন ফিট থাকবেন না এবং ওজন ঠিক থাকবে না, তখন বিপদ আসন্ন। তারা যথেষ্ট ক্ষিপ্র নয়-এ কারণেই আমি আমার খেলোয়াড়দের সম্পূর্ণ রূপে ফিট দেখতে চাই।”