ব্রাদার্স-ফেনী ড্র
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Jul 2016 06:51 PM BdST Updated: 26 Jul 2016 08:24 PM BdST
-
বল দখলের লড়াইয়ে ব্রাদার্স ইউনিয়ন ও ফেনী সকার ক্লাবের দুই খেলোয়াড়। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
এগিয়ে গিয়েও জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়তে পারেনি ফেনী সকার। প্রিমিয়ার লিগ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে তারা।
চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে মঙ্গলবার ১-১ ড্র ম্যাচে দুটি গোলই হয় প্রথমার্ধে। সুশান্ত ত্রিপুরার গোলে এগিয়ে যায় ফেনী। ব্রাদার্সকে সমতায় ফেরা গোল এনে দেন অগাস্টিন ওয়ালসন।
চতুর্থ মিনিট বুদ্ধিদ্বীপ্ত গোল করে অষ্টম স্থানে থেকে গত লিগ শেষ করা ফেনীকে এগিয়ে নেন সুশান্ত। সতীর্থের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে আগোয়ান গোলরক্ষক উত্তম বড়ুয়ার মাথার ওপর দিয়ে বল তুলে দেন এই মিডফিল্ডার। উত্তম শেষ মুহূর্তে ফিস্ট করার চেষ্টা করেও বল ফেরাতে পারেননি।
পিছিয়ে পড়া ব্রাদার্স সমতায় ফেরে ২৬তম মিনিটে। ইবায়েদ হোসেন কোমলের তৈরি করে দেওয়া সুযোগ কাজে লাগান ওয়ালসন। বাঁ দিক থেকে আক্রমণে যাওয়া হাইতির এই ফরোয়ার্ডকে আটকাতে পোস্ট ছেড়ে বেরিয়ে এলেও ব্যর্থ হন ফেনী গোলরক্ষক। দ্বিতীয়ার্ধে দুই দলের ফরোয়ার্ডরা লক্ষ্যভেদে ব্যর্থ হলে সমতায় শেষ হয় ম্যাচ।
সর্বাধিক পঠিত
- শেবাগ ঝড়ে উড়ে গেল বাংলাদেশের সাবেকরা
- ঘরে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ, পাশে ‘সুইসাইড নোট’
- বার্সা কোচ কুমানের চাওয়া রিয়ালের জয়!
- পান্তের দিকে ‘তাকিয়ে’ গিলক্রিস্ট
- ১ হাজার হবে অ্যান্ডারসনের?
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- টিভি সূচি (শনিবার, ০৬ মার্চ ২০২১)
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- ফেব্রুয়ারির সেরা মেসি
- কোর্তোয়া বনাম ওবলাক: লড়াইটা তাদেরও