দুবাইয়ে জুনিয়র দাবায় চ্যাম্পিয়ন ফাহাদ

দুবাই জুনিয়র চেস প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের ফিদে মাস্টার ফাহাদ রহমান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 July 2016, 11:29 AM
Updated : 26 July 2016, 01:32 PM

দুবাই চেস অ্যান্ড কালচার ক্লাবে মঙ্গলবার নবম রাউন্ডে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের ক্যান্ডিডেট মাস্টার আল হোসানি ওমরানকে হারিয়ে ৮ পয়েন্ট নিয়ে প্রতিযোগিতায় সেরা হন ফাহাদ। সাত জয় ও দুই ড্র নিয়ে টুর্নামেন্ট শেষ করলেন বাংলাদেশের এই সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার।
 
আগের রাউন্ডে প্রতিযোগিতার শীর্ষ রেটিংধারী খেলোয়াড় ইউক্রেনের ফিদে মাস্টার ভিক্তর মাতভিশেনের সঙ্গে ড্র করে শীর্ষ স্থান অটুট রেখে শিরোপা জয়ের সম্ভাবনা জোরালো করেন ফাহাদ। 
 

সপ্তম রাউন্ডে টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই ভারতের রাহুল শ্রীবাস্তবকে হারিয়ে ১০ হাজার ডলার প্রাইজমানির এ আসরের শীর্ষে উঠে আসেন ফাহাদ। 
১২টি দেশের ১৪ বছর ও এর নীচের ১১০ জন দাবাড়ু এ প্রতিযোগিতায় অংশ নেয়। সবাইকে পেছনে ফেলে সেরা হওয়া ফাহাদ ২ হাজার ডলার জয়ের সঙ্গে শেখ মাকতুম বিন হামদান আল মাকতুম কাপও পেয়েছেন।