দুই আবাহনীর উত্তেজনার ম্যাচ ড্র
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jul 2016 09:58 PM BdST Updated: 17 Aug 2016 11:54 AM BdST
-
বল দখলের লড়াইয়ে ঢাকা আবাহনীর সানডে চিজোবা ও চট্টগ্রাম আবাহনীর মামুনুল। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
-
হেডে দলকে এগিয়ে দেওয়ার আনন্দে ছুটছেন আবাহনীর ফরোয়ার্ড সানডে চিজোবা। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
-
বদলি নেমে দলকে সমতায় ফেরানো রুবেল মিয়াকে অভিনন্দন জানাচ্ছেন চট্টগ্রাম আবাহনীর খেলোয়াড়েরা। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
উপভোগ্য ফুটবলের পসরা মেলেছিল দুই দলই। আক্রমণ আর পাল্টা আক্রমণে জমে উঠেছিল দুই আবাহনীর দ্বৈরথ। শেষ পর্যন্ত ১-১ ড্র হয়েছে প্রিমিয়ার লিগে দুই দলের প্রথম ম্যাচটি।
চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে সোমবার ম্যাচের অষ্টম মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে পাওয়া ফ্রি-কিক থেকে গোল পায়নি ঢাকা আবাহনী। পরের মিনিটে চট্টগ্রাম আবাহনীর সোহেল রানার ডি-বক্সের মধ্যে থেকে নেওয়া শট ক্রসবারের ওপর দিয়ে উড়ে যায়।
চেনা দর্শকের সামনে খেলতে নামা বন্দরনগরীর দলটি এগিয়ে যেতে পারত একাদশ মিনিটে। কিন্তু অধিনায়ক মামুনুল ইসলামের বক্সের ঠিক বাইরে থেকে নেওয়া ফ্রি-কিক ক্রসবারের উপর দিয়ে যায়।

গোল শোধে মরিয়া স্বাধীনতা কাপের চ্যাম্পিয়নরা প্রথমার্ধের শেষ দিকে প্রতিপক্ষের রক্ষণে বেশ চাপ তৈরি করে। কিন্তু হাইতির ফরোয়ার্ড লিওনেল সেইন্ট প্রিয়াক্সের দুটি হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে সমর্থকদের হতাশা আরও বাড়ে।
দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণে লিগের সর্বোচ্চ চার বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীকে চাপে রাখে স্থানীয় দলটি। তবে মামুনুলের তৈরি করে দেওয়া সুযোগ জাহিদরা কাজে লাগাতে পারছিল না।

দিনের প্রথম ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ১-১ ড্রয়ে আটকে দেয় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি।
সর্বাধিক পঠিত
- চাঁদপুরে এক বাড়িতেই বাস করে ‘সাড়ে ৭ হাজার মানুষ’
- নাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন
- পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়াতে আবেদন
- আবার বার্সা সভাপতি লাপোর্তা
- এক পোয়া মাছ পৌনে তিন লাখ টাকায় বিক্রি
- বিস্ফোরক সাক্ষাৎকার: মেগান বললেন, তার ছেলের গায়ের রঙ নিয়ে উদ্বেগ ছিল ব্রিটিশ রাজপরিবারে
- ৫ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে জিপি-রবি নিলাম যুদ্ধ
- ভালোবাসার জন্য থাকবেন মেসি, আশায় নতুন বার্সা প্রধান
- টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
- ৪১তম বিসিএস পরীক্ষা পেছানোর দাবি