মরিনিয়োর সঙ্গে ঝামেলা দেখছেন না গুয়ার্দিওলা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jul 2016 06:45 PM BdST Updated: 24 Jul 2016 06:45 PM BdST
বেইজিংয়ে প্রীতি ম্যাচের আগে জোসে মরিনিয়োর সঙ্গে হাত না মেলানোর কোনো কারণ দেখছেন না ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা।
২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত স্পেনের সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন মরিনিয়ো। সেই সময় বার্সেলোনার সাবেক কোচ গুয়ার্দিওলার সঙ্গে দ্বৈরথ ছিল তার। গুয়ার্দিওলা সিটি আর মরিনিয়ো ইউনাইটেডের দায়িত্ব নেওয়ায় পুরানো সেই দ্বৈরথ আবার ফিরে এসেছে।
মৌসুম শুরুর আগের প্রস্তুতি ম্যাচে চীনের বেইজিংয়ে আগামী সোমবার মুখোমুখি হবে ইংলিশ প্রিমিয়ার লিগের প্রতিদ্বন্দ্বী দুই ক্লাব ইউনাইটেড ও সিটি।
গুয়ার্দিওলা বলেন, “এটা একটা প্রীতি ম্যাচ। আসলেই একটা প্রীতি ম্যাচ।”
এই ম্যাচ শুরুর আগে মরিনিয়োর সঙ্গে হাত মেলাবেন কিনা প্রশ্নে বায়ার্ন মিউনিখের সাবেক কোচ বলেন, “অবশ্যই। আমরা ভদ্র মানুষ। কেন নয়? কেন সে আমার সঙ্গে হাত মেলাবে না?”
“সে জিততে চায়, আমিও জিততে চাই, এই তো।”
সর্বাধিক পঠিত
- চাঁদপুরে এক বাড়িতেই বাস করে ‘সাড়ে ৭ হাজার মানুষ’
- নাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন
- বিস্ফোরক সাক্ষাৎকার: মেগান বললেন, তার ছেলের গায়ের রঙ নিয়ে উদ্বেগ ছিল ব্রিটিশ রাজপরিবারে
- আবার বার্সা সভাপতি লাপোর্তা
- পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়াতে আবেদন
- ৫ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে জিপি-রবি নিলাম যুদ্ধ
- এক পোয়া মাছ পৌনে তিন লাখ টাকায় বিক্রি
- ভালোবাসার জন্য থাকবেন মেসি, আশায় নতুন বার্সা প্রধান
- টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
- ৪১তম বিসিএস পরীক্ষা পেছানোর দাবি