সমীহ জাগানো ইউনাইটেডকে চান বেকহ্যাম

ম্যানচেস্টার ইউনাইটেডকে আবার সমীহ জাগানো দলে পরিণত করে তোলার কাজটিই জোসে মরিনিয়োকে করতে হবে বলে মনে করেন ক্লাবটির সাবেক তারকা ডেভিড বেকহ্যাম।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 July 2016, 03:11 PM
Updated : 21 July 2016, 03:11 PM

লুই ফন খালকে বরখাস্ত করে গত মে মাসে তিন বছরের চুক্তিতে মরিনিয়োকে কোচের দায়িত্ব দেয় ইউনাইটেড। 

ডাচ কোচ ফন খাল ইউনাইটেডকে গত মৌসুমে এফএ কাপের শিরোপা জেতান। ২০১৩ সালে কোচ অ্যালেক্স ফার্গুসন অবসর নেওয়ার পর এই তিন বছরে এটাই ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটির একমাত্র শিরোপা জয়। 

মরিনিয়োকে কোচ হিসেবে নিয়োগ দেওয়া সঠিক সিদ্ধান্ত বলেই মনে করেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বেকহ্যাম।

“এটা কাজ করবে বলে আমি পুরো বিশ্বাস করি। জোসের চেলসি ছাড়াটা এবং এখন ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগে ফেরা; আমার কাছে এটা দারুণ বিষয়।”

“ফন খালের প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে, কিন্তু মানুষ যেমনটা আশা করেছিল তার বিষয়টি সেভাবে কাজ করেনি। কিন্তু আমি মনে করি, ইউনাইটেডের জন্য এখন এটা নতুন শুরু।”

মরিনিয়ো ইউনাইটেডকে অনেক শিরোপা জেতাতে পারবেন বলে বিশ্বাস রিয়াল মাদ্রিদের সাবেক তারকা মিডফিল্ডার বেকহ্যামের।

“গত কয়েক বছরে আমরা অনেক পরিবর্তন করেছি। এখন জোসে এখানে আছে, সে জানে সে কি চায় এবং কিভাবে তা পেতে হয়, সে জানে কিভাবে শিরোপা জিততে হয়।”

“আমি মনে করি, ম্যান ইউনাইটেডের অবশ্যই ফিরে আসা হবে। তাদের আবার সমীহ জাগানো দলে পরিণত হতে হবে।”