‘নাপোলি ছাড়লে নিজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে হিগুয়াইন’
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jul 2016 07:06 PM BdST Updated: 21 Jul 2016 07:06 PM BdST
গনসালো হিগুয়াইন নাপোলি ছাড়লে সেটা তার নিজের সঙ্গেই বিশ্বাসঘাতকতা করা হবে বলে মনে করেন ক্লাবটির সভাপতি।
Related Stories
নাপোলির সঙ্গে হিগুয়াইনের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে এখনও দুই বছর বাকি আছে। তবে তার ভাই ও এজেন্ট নিকোলাস গত মাসে বলেছিলেন, ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ড হয়ত চুক্তি নবায়ন করবেন না।
অন্যদিকে আতলেতিকো মাদ্রিদ, ইউভেন্তুস আর আর্সেনাল গত মৌসুমে সেরি আর সর্বোচ্চ গোলদাতা হিগুয়াইনকে পেতে আগ্রহী বলে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে।
নাপোলির সভাপতি আউরেলিও দি লরেন্তিস বলেন, “আমি খেলোয়াড়টির সঙ্গে এখনও কথা বলিনি।”
“সে কি নাপোলির সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে? এটা আসলে তার নিজের সঙ্গে আরও বড় বিশ্বাসঘাতকতা করা হবে। আপনি নাপোলি কার্ভে (নিজেদের স্টেডিয়ামে গোলপোস্টের পেছনে নাপোলির পাঁড় সমর্থকরা যেখানে খেলা দেখে) যাবেন, ক্লাবের প্রতি ভালোবাসার গান গাইবেন এবং পরে স্রেফ অন্য কোথাও চলে যাবেন; তা হয়না।”
আতলেতিকো হিগুয়াইনের জন্য ৬ কোটি ইউরোর সঙ্গে দুই বা তিনজন খেলোয়াড় দেওয়ার প্রস্তাব দিয়েছিল বলে জানান লরেন্তিস। তবে স্পেনের ক্লাবটির প্রস্তাব তিনি ফিরিয়ে দেন।
সেরি আতে এক মৌসুমে সর্বোচ্চ গোলের (৩৬) রেকর্ড গড়া হিগুয়াইন নাপোলির চিরপ্রতিদ্বন্দ্বী দল ইউভেন্তুসে যাবেন না বলেও বিশ্বাস আছে লরেন্তিসের।
সর্বাধিক পঠিত
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- গ্রামীণ টেলিকমকর্মীদের আইনজীবী বললেন, অর্থ পেয়েছি ফি হিসেবে
- রেকর্ড হারানো লারা অভিনন্দন জানালেন বুমরাহকে
- এলোমেলো বোলিং, দিশাহীন ব্যাটিংয়ে বাংলাদেশের বড় হার
- ‘পাওয়ারফুল’ সোহানকে নিয়ে ডমিঙ্গোর যে আশা
- নারায়ণগঞ্জে শিক্ষকের পিটুনিতে আহত দুই ছাত্রী হাসপাতালে