‘লেস্টারেই থাকতে চান মাহরেজ’

লেস্টার সিটি প্রথমবারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের পর ক্লাবটির তারকা খেলোয়াড়দের পেতে বড় অনেক দলই আগ্রহ দেখাচ্ছে। তবে ফরোয়ার্ড জেমি ভার্ডির মতো রিয়াদ মাহরেজও দলটিতে থেকে যেতে চান বলে জানিয়েছেন কোচ ক্লাওদিও রানিয়েরি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2016, 09:42 AM
Updated : 20 July 2016, 09:45 AM

লেস্টারকে তাদের ১৩২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো লিগ শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন ইংল্যান্ডের ফরোয়ার্ড ভার্ডি, আলজেরিয়ার উইঙ্গার মাহরেজ আর ফ্রান্সের মিডফিল্ডার এনগোলো কঁতে।

কঁতে চেলসিতে চলে গেলেও ভার্ডিকে রেখে দিতে পেরেছে লেস্টার। তবে ২৫ বছর বয়সী মাহরেজকে পেতে নাকি অনেক দিন ধরেই বার্সেলোনা, আর্সেনাল আর চেলসি আগ্রহ দেখিয়ে যাচ্ছে।

মৌসুম শুরুর আগে প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচে গত মঙ্গলবার লেস্টার অক্সফোর্ড ইউনাইটেডকে ২-১ গোলে হারানোর পর রানিয়েরি মাহরেজের বিষয়ে সমর্থকদের আশ্বস্ত করেন।

“আমি মনে করি, এখানে সবাই সুখী…। দলবদলের বাজারও শেষ হয়ে গেছে।”

মাহরেজের ভবিষ্যৎ নিয়ে নির্দিষ্ট করে প্রশ্ন করলে রানিয়েরি স্কাই স্পোর্টসকে বলেন, “হ্যাঁ, সে থাকতে চায়।”