অবসর নেবেন না ভয়ংকর দুর্ঘটনায় পড়া ডেম্বা বা

চীনের সুপার লিগে প্রতিপক্ষ খেলোয়াড়ের লাথিতে পায়ের হাড় ভেঙে দুই টুকরো হয়ে যাওয়া ডেম্বা বার মনের জোরের কোনো ঘাটতি নেই। ভয়ানক এই চোটে পড়ার পরও অবসর নেবেন না বলে জানিয়ে দিয়েছেন সাংহাই শেনহুয়ার এই স্ট্রাইকার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2016, 09:19 AM
Updated : 20 July 2016, 09:20 AM

চাইনিজ সুপার লিগে গত রোববারের ম্যাচের দ্বিতীয়ার্ধে সাংহাই এসআইপিজির এক খেলোয়াড় বল দখল করতে গিয়ে শেনহুয়ার ডেম্বা বার পায়ে লাথি মারেন। তার বাঁ-পায়ের হাঁটুর নিচের অংশ পুরোপুড়ি ভেঙে গেছে।

এর পর অনেকেই ধারণা করেন, ৩১ বছর বয়সী এই খেলোয়াড়ের ক্যারিয়ারই শেষ হয়ে যেতে পারে। তবে চোট কাটিয়ে আবার ফুটবলে ফেরার বিশ্বাস আছে ডেম্বা বার।

“সত্যিকার অর্থেই এটা বাজে চোট কিন্তু আমি এটা কাটিয়ে উঠতে পারব। এটা নিশ্চিত যে, আমি ক্যারিয়ারে ইতি টানব না।”

এ ক্ষেত্রে চেলসি ও ওয়েস্ট হ্যামের সাবেক ফরোয়ার্ডকে অনুপ্রেরণা জোগাচ্ছে অতীতে এমন গুরুতর চোট কাটিয়ে অনেক খেলোয়াড়ের আবার ফুটবলে ফেরার ঘটনা।

“আরও অনেক খেলোয়াড় আছে যারা একই ধরনের চোট কাটিয়ে ফিরেছে, এই যেমন হাতেম বেন আরফা। আমার ক্যারিয়ারের গোড়ার দিকেও একই ধরনের কিছু ঘটেছিল আর এখন চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত। আমি মনে করি, এবার আমি আরও দ্রুত ফিরব।”

“এখানে মৌসুম শেষ হয় নভেম্বরে এবং নতুন মৌসুম শুরু হয় মার্চে। তার পরের মৌসুমে সময় মতো ফিরতে সর্বোচ্চটা করব আমি।”

২০১৫ সালে শেনহুয়ায় যোগ দিয়ে ১৮ ম্যাচ খেলে ১৪টি গোল করেন সেনেগালের এই স্ট্রাইকার।