মেসিদের জার্সিতে থাকছে কাতার এয়ারওয়েজই

লিওনেল মেসি-নেইমারদের জার্সিতে আরও এক বছর কাতার এয়ারওয়েজের নামই লেখা থাকবে। প্রতিষ্ঠানটির সঙ্গে এক বছরের জন্য নতুন স্পন্সরশিপ চুক্তি করেছে বার্সেলোনা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 July 2016, 02:10 PM
Updated : 19 July 2016, 02:10 PM

২০১৫-১৬ মৌসুম শেষে কাতার এয়ারওয়েজের সঙ্গে বার্সেলোনার আগের চুক্তির মেয়াদ শেষ হয়। গণমাধ্যমের খবর, বার্সেলোনা আরও লাভজনক স্পন্সরের খোঁজে ছিল।

পুরানো চুক্তির শর্তগুলো মেনেই নতুন এই চুক্তি হয়েছে। গণমাধ্যমের খবর অনুযায়ী, যার প্রতি মৌসুমের মূল্য সাড়ে তিন কোটি ইউরো।

নতুন চুক্তির পর বার্সেলোনার মার্কেটিং ও কমিউনিকেশনের ভাইস প্রেসিডেন্ট মানেল আররোয়ো বলেন, "(কাতার এয়ারওয়েজের) সঙ্গে আরও এক মৌসুম কাজ করা আনন্দের এবং আমরা আশা করি, এতে দু পক্ষেরই লাভ হবে।"

২০১৩ সাল থেকে বার্সেলোনার স্পন্সর কাতার এয়ারওয়েজ। এর আগে কাম্প নউয়ের দলটির জার্সিতে কাতার ফাউন্ডেশনের নাম ছিল।