রিও অলিম্পিকে চীনা অ্যাথলেটদের রেকর্ড বহর

আগামী মাসে শুরু হতে যাওয়া রিও দে জেনেইরো অলিম্পিকে ৪১৬ জন অ্যাথলেট পাঠাবে চীন। অলিম্পিকের ইতিহাসে দেশের বাইরে কোনো আসরে এর আগে কখনও এত বেশি অ্যাথলেট পাঠায়নি দেশটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 July 2016, 01:54 PM
Updated : 18 July 2016, 01:54 PM

চার বছর আগের লন্ডন অলিম্পিকে পদক তালিকায় যুক্তরাষ্ট্রের পিছনে থেকে দ্বিতীয় হওয়া দেশটি ৩৯৬ জন অ্যাথলেট পাঠিয়েছিল।

চীনের সংবাদ সংস্থা শিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, সরকার ২৫৬ জন নারী ও ১৬০ জন পুরুষ অ্যাথলেট পাঠানোর ঘোষণা দিয়েছে। ২৬টি খেলায় অংশ নেবে তারা।

চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব স্পোর্টের ডেপুটি ডিরেক্টর চাই জেনহুয়া জানান, দেশের বাইরে চীন এবার তাদের সবচেয়ে বড় অলিম্পিক দল পাঠাচ্ছে। ২৯ জন বিদেশি কোচ মিলিয়ে চীনের সর্বমোট ৭১১ জনের দল যাবে ব্রাজিলে।

গুজব উঠেছিল যে, অনেক বেশি বাণিজ্যিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ায় অলিম্পিক দল থেকে বাদ দেওয়া হয়েছে দেশটির সবচেয়ে জনপ্রিয় সাতারু নিং জেতাওকে। তবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথম এশিয়ান সাতারু হিসেবে ১০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জেতা এই অ্যাথলেট রিওতে যাচ্ছেন বলে নিশ্চিত করা হয়েছে।

চীনা অ্যাথলেটদের এই বিশাল বহরে সবচেয়ে কনিষ্ঠ সদস্য হচ্ছেন ১৪ বছর বয়সী আই ইয়ানহান। মেয়েদের ২০০ মিটার ফ্রিস্টাইল ও ২০০ মিটার রিলেতে লড়বেন তিনি।

আর সবচেয়ে বেশি বয়সী অ্যাথলেট হচ্ছেন ৩৯ বছর বয়সী বেইজিং অলিম্পিকের শুটিং চ্যাম্পিয়ন চেন ইং।

আগামী ৫ অগাস্ট হবে এবারের অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান।