আর্সেনালের প্রস্তাব ফিরিয়ে দেওয়া ভার্ডির প্রশংসায় রানিয়েরি

আর্সেনালের লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়ে জেমি ভার্ডির লেস্টার সিটিতে থেকে যাওয়ার সিদ্ধান্তে খুবই খুশি ক্লাওদিও রানিয়েরি। ইতালিয়ান এই কোচের মতে, তারকা হয়ে ওঠা এই ফরোয়ার্ডের থেকে যাওয়া তার দলের জন্য অনেক বড় বিষয়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 July 2016, 12:24 PM
Updated : 18 July 2016, 12:24 PM

এনগোলো কঁতের চেলসিতে চলে যাওয়াটা অবশ্য স্বাভাবিকভাবেই দেখছেন লেস্টারকে সাধারণ মানের এক দল থেকে ইপিএলের চ্যাম্পিয়ন করানো এই কোচ।

লেস্টারকে তাদের ইতিহাসে প্রথমবারের মতো লিগ শিরোপা জেতাতে অন্যতম বড় অবদান ছিল ভার্ডির। ৩৬ ম্যাচ খেলে আসরের দ্বিতীয় সর্বোচ্চ ২৪টি গোল করেন ইংলিশ এই স্ট্রাইকার।

ইপিএলের ইতিহাসে টানা ১১ ম্যাচে গোল করার রেকর্ড গড়া ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড জিতে নেন ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের সেরা ফুটবলারের পুরস্কার।

মৌসুম শেষে ভার্ডিকে তার বাই-আউট ক্লজের অর্থ দিয়ে কেনার প্রস্তাব দেয় আর্সেনাল। কিন্তু এই জনপ্রিয় ক্লাবে না গিয়ে লেস্টারের সঙ্গেই চুক্তি বাড়ান তিনি। ভার্ডি থেকে যাওয়ায় ভীষণ খুশি রানিয়েরি।

“এটা বিরাট বড় ব্যাপার। সবার জন্য এটা একটা বার্তা।”

“সে আর্সেনালে যেতে পারতো, অনেক টাকা কামাতে পারতো। বিশ্ব-মানের দলে যাওয়ার শেষ সুযোগটা নিতে পারতো। কিন্তু সে লেস্টারে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।”