চেলসির জন্য কঁতে ‘বড় মাপের’ খেলোয়াড় 

গত মৌসুমে লেস্টার সিটির রূপকথা গড়ায় অবদান রাখা এনগোলো কঁতেকে সতীর্থ হিসেবে পেয়ে খুশি চেলসির গোলরক্ষক আসমির বেগোভিচ। তার মতে, ফরাসি ডিফেন্সিভ-মিডফিল্ডার কঁতের সঙ্গে চুক্তি করে এক জন ‘বড় খেলোয়াড়’ পেয়েছে তার দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2016, 11:49 AM
Updated : 17 July 2016, 11:49 AM

ইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন লেস্টার থেকে কঁতেকে পাঁচ বছরের চুক্তিতে দলে নেয়ার কথা গত শনিবার জানায় চেলসি। ট্রান্সফার ফি বিষয়ে কোনো পক্ষ কিছু জানায়নি। ব্রিটিশ গণমাধ্যমের খবর, তাকে কিনতে ৪ কোটি ২২ লাখ ইউরো খরচ হয়েছে স্ট্যামফোর্ড ব্রিজের দলটির।

আগামী মৌসুমে চেলসির প্রথম চ্যালেঞ্জ হবে ইপিএলে পুরনো সাফল্য ফিরে পাওয়া। গত মৌসুমে দশম স্থানে থেকে লিগ শেষ করে দলটি। চ্যালেঞ্জ জয়ের লক্ষ্যে কঁতে কার্যকর ভূমিকা রাখবেন বলে মনে করেন বেগোভিচ।

প্রীতি ম্যাচে অস্ট্রিয়ার ক্লাব র‌্যাপিড ভিয়েনার কাছে ২-০ গোলে হারের পর বেগোভিচ বলেন, “সে বড় খেলোয়াড়, গত মৌসুমে লেস্টার সিটির জন্য সে খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিল এবং ইউরোতে ফ্রান্স দলেও তার ভালো অবদান ছিল।”

“তার মতো এক জন খেলোয়াড়কেই আমরা দলে নিতে চাচ্ছিলাম। আমাদের আরও বিকল্প খেলোয়াড় প্রয়োজন।”

“কঁতে আসায় আমাদের দলে অনেকখানি (শক্তি) যোগ হয়েছে এবং সামনে এগিয়ে যাওয়ায় সে আমাদেরকে আরও ভালো দল হতে সাহায্য করবে।”