বার্সার প্রস্তাব ফিরিয়ে দিচ্ছে খেলোয়াড়েরা!

বার্সেলোনার হয়ে খেলা অনেকেরই স্বপ্ন, কিন্তু তারপরও স্পেনের সেরা দলটিতে যোগ দেওয়ার প্রস্তাব নাকি ফিরিয়ে দিচ্ছে অনেকেই। বিশ্বসেরাদের নিয়ে গড়া বার্সেলোনা দল অনেক বেশি সমৃদ্ধ হওয়াটাই এর কারণ বলে মনে করেন ক্লাবটির টেকনিক্যাল ডিরেক্টর।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 July 2016, 09:08 AM
Updated : 16 July 2016, 09:08 AM

এবারের দল বদলের বাজারে এ পর্যন্ত মোট তিনজনের সঙ্গে চুক্তি করেছে বার্সেলোনা। ফ্রান্সের দুই ডিফেন্ডার লুকা দিনিয়ে ও সামুয়েল উমতিতিকে কেনার পাশাপাশি ভিয়ারিয়াল থেকে বাই-ব্যাক ক্লজে আক্রমণাত্মক মিডফিল্ডার দেনিস সুয়ারেসকে দলে ভিড়িয়েছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।

টেকনিক্যাল ডিরেক্টর রবের্ত ফের্নান্দেস জানান, নতুন মৌসুম সামনে রেখে আরও কয়েকজন খেলোয়াড়কে কেনার প্রস্তাব দিয়েছিল তারা; কিন্তু ওই সব খেলোয়াড় তা ফিরিয়ে দেয়।

“আমাদের এত ভালো একটা দল আছে যে খেলোয়াড়দের কেনা কঠিন হয়ে গেছে। মেধাবী খেলোয়াড়দের নিয়ে গড়া আমাদের দলটা শীর্ষ মানের।”

“কিছু খেলোয়াড় আছে যারা বার্সেলোনায় আসতে চায় না।”

আরও নির্দিষ্ট করে লিওনেল মেসি, লুইস সুয়ারেস ও নেইমারে গড়া দলের আক্রমণভাগের কথা উল্লেখ করেন ফের্নান্দেস।

“আমাদের আক্রমণভাগে যে তিনজন আছে, এই অবস্থায় অন্য খেলোয়াড়দের এখানে আসতে রাজি করানোটা খুবই কঠিন।”