মরিনিয়োর কাছে ‘মজার মানুষ’ ইব্রাহিমোভিচ

সদ্যই ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখানো জ্লাতান ইব্রাহিমোভিচের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন জোসে মরিনিয়ো। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির নতুন কোচের কাছে সুইডেনের এই তারকা ফরোয়ার্ড একজন ‘মজার মানুষ’।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 July 2016, 08:28 AM
Updated : 15 July 2016, 09:57 AM

ইন্টার মিলানে মরিনিয়োর অধীনে খেলা ইব্রাহিমোভিচ কিছুদিন আগে ইউনাইটেডের সঙ্গে এক বছরের চুক্তি করেন। 

৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডকে অনেকেই ‘অহংকারী’ বলেন। তবে বার্সেলোনা ও পিএসজির সাবেক তারকার সম্পর্কে মরিনিয়োর ধারণা অন্যরকম। 

“জ্লাতান? তিনটি শব্দ-সে একজন বিজয়ী, সে একজন গোলস্কোরার, একজন মজার মানুষ।”

“সে একজন মজার মানুষ। ইব্রাহিমোভিচকে বর্ণনা করার জন্য এই শব্দ ব্যবহার করতে হলে তাকে বুঝতে হবে আপনার।”

ইব্রাহিমোভিচকে ইউনাইটেডে পেয়ে বেশ খুশি হয়েছেন বলে জানান চেলসি ও রিয়াল মাদ্রিদের সাবেক কোচ মরিনিয়ো।