বার্সায় নতুন ভুবনে উমতিতি

সামুয়েল উমতিতির জীবন হঠাৎ যেন পাল্টে গেছে। আন্তর্জাতিক অভিষেকের কদিনের মধ্যেই বিশ্বের অন্যতম সেরা ক্লাব বার্সেলোনায় যোগ দেওয়াটা ঠিক যেন বিশ্বাস হচ্ছিল না তার। তবে অবিশ্বাস্য এই প্রাপ্তিটাকে কাজে লাগাতে প্রত্যয়ী এই ফরাসি ডিফেন্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 July 2016, 12:46 PM
Updated : 14 July 2016, 12:46 PM

গত মাসে বার্সেলোনা সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউ উমতিতিকে কিনতে লিওঁর সঙ্গে সমঝোতার বিষয়টি নিশ্চিত করেছিলেন। এরপরই এবারের ইউরোর কোয়ার্টার-ফাইনালে আইসল্যান্ডের বিপক্ষে ফ্রান্সের ৫-২ ব্যবধানে জেতা ম্যাচে তার আন্তর্জাতিক অভিষেক হয়। জার্মানির বিপক্ষে সেমি-ফাইনাল ও পর্তুগালের বিপক্ষে ফাইনালেও খেলেন তিনি।

আর গত মঙ্গলবার আড়াই কোটি ইউরোর বিনিময়ে উমতিতিকে কেনার খবরটি নিশ্চিত করে বার্সেলোনা।

কাম্প নউয়ের দলটিতে যোগ দেওয়ার বিষয়ে ২২ বছর বয়সী এই সেন্টার-ব্যাক ফ্রান্সের একটি পত্রিকাকে নিজের অনুভূতি জানান।

“কখনও কখনও এটা আমার বিশ্বাস হচ্ছিল না। মনে হচ্ছিল, এটা সত্যি নয়।”

“অবাক হচ্ছিলাম, এসব কি হচ্ছে। মনে হচ্ছিল যেন একটা যাদুর ছড়িতে আমার সব চাওয়া সত্যি হয়ে যাচ্ছে।”

“এটা খুব দ্রুত ঘটেছে এবং প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করেছি। হয়তো মানুষ আমাকে ভিন্নভাবে দেখছে এবং আমার অবস্থান কিছুটা পাল্টে গেছে। আমি নতুন এক দুনিয়ায় এসে পড়েছি; আমি শীর্ষ এক ক্লাবে যোগ দিয়েছি।”

“আমার কাছে, এর চেয়ে সেরা ক্লাব আর নেই। বার্সেলোনার কাজের সঙ্গে আমাকে মানিয়ে নিতে হবে। আমার মনে হচ্ছে, আমি পারবো। আমার কোনো ভয় নেই এবং আমি খুবই রোমাঞ্চিত।”