ইউরোর সেরা গ্রিজমান

ফ্রান্সের ফরোয়ার্ড অঁতোয়ান গ্রিজমান ইউরো ২০১৬ -এর সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 July 2016, 06:07 PM
Updated : 12 July 2016, 11:12 AM

অ্যালেক্স ফার্গুসন, ডেভিড ময়েসসহ ১৩ জনের বিশেষজ্ঞ প্যানেল টুর্নামেন্টের সেরা হিসেবে ২৫ বছর বয়সী ফরোয়ার্ডকে সেরা হিসেবে বেছে নেয় বলে জানায় উয়েফা।

৬ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুটও জেতেন গ্রিজমান। গত মাসে স্পেনের দল আতলেতিকো মাদ্রিদের সঙ্গে নতুন দীর্ঘ-মেয়াদী চুক্তি করা এই ফরোয়ার্ড অবদান রাখেন দুটি গোলে।

রোববারের ফাইনালে জাল খুঁজে পাননি গ্রিজমান। লক্ষ্যে পৌঁছতে পারেনি তার দলও। অতিরিক্ত সময়ের গোলে পর্তুগালের কাছে ১-০ ব্যবধানে হেরে যায় স্বাগতিক ফ্রান্স।

বিশেষজ্ঞ প্যানেলের সর্বসম্মতিতে গ্রিজমান টুর্নামেন্ট সেরা হন জানিয়ে উয়েফার চিফ টেকিনিক্যাল অফিসার ইওয়ান লুপেস্কু বলেন, “খেলেছেন এমন প্রত্যেক ম্যাচে অঁতোয়ান গ্রিজমান ছিলেন একটা হুমকি। তিনি দলের জন্য কঠোর পরিশ্রম করেন। তার রয়েছে কৌশল, দূরদৃষ্টি এবং উচুঁমানের ফিনিশিং।”  

পর্তুগালের মিডফিল্ডার রেনাতো সানচেস টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।