হারের বেদনায় নীল ফ্রান্স

ইউরোতে দুর্দান্ত খেলে শিরোপার খুব কাছাকাছি এসে বঞ্চিত হওয়ার হতাশা প্রকাশের ভাষা জানা নেই দিদিয়ের দেশমের। হতাশা ভুলতে অনেক সময় লাগবে বলেও জানিয়েছেন ফ্রান্সের কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 July 2016, 09:00 AM
Updated : 12 July 2016, 11:48 AM

গত রোববার রাতে সাঁ-দেনিতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে অতিরিক্ত সময়ে করা এদেরের করা একমাত্র গোলে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতে নেয় পর্তুগাল। 
 
ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় বিন স্পোর্টসকে দেশম বলেন, “(হতাশা) প্রকাশের ভাষা নেই, এই হতাশা অনেক। এটা ভুলতে সময় লাগবে।”

“আজ রাতে আমাদের কিছুটা প্রাণশক্তির অভাব ছিল, কিন্তু এটা কোনো অজুহাত নয়। আমরা সুযোগ পেয়েছিলাম, শেষ সুযোগটা পেয়েছিল জিনিয়াক; সুযোগগুলো নষ্ট হওয়ার পরও আমরা চালিয়ে গিয়েছি। খুবই আঁটসাঁট ম্যাচ ছিল এবং আমরা আমাদের সুযোগ পেয়েছি; পর্তুগালও তাদের সুযোগ পেয়েছে।”

অতিরিক্ত সময়ে এদেরের গোলটি নিয়ে দেশম বলেন, “দুর্ভাগ্যজনকভাবে তারা গোল পেলো। এটা খুবই হতাশার।… আমরা ইউরোপের চ্যাম্পিয়ন হওয়ার বড় সুযোগ হারিয়েছি।”

জয়-হারের আনন্দ-বেদনা একসঙ্গে ভাগাভাগি করে নেওয়ার কথাও বলেন খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জেতা ফ্রান্সের এই কোচ।
“আমরা একসঙ্গে জিতি, একসঙ্গে ভুগি এবং আজ আমরা একসঙ্গে হেরেছি। আমরা জানি, আমরা ফ্রান্সকে শিহরিত করেছিলাম। ফ্রান্সকে নিজেদের মাঠে শিরোপা এনে দিতে পারলে চমৎকার হতো কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা হয়নি।”
ফাইনালে দলের ওপর বাড়তি কোনো চাপ ছিল না বলে জানান ফ্রান্স কোচ। প্রতিপক্ষ পর্তুগালের প্রশংসাও করতে ভোলেননি তিনি।
“পর্তুগাল প্রতিপক্ষের খেলা ভালোভাবে আটকেছে। তারা একটা দল হয়ে আক্রমণ ঠেকিয়েছে এবং যখন তারা পেরেছে, আক্রমণে উঠেছে।”