আমাদের উপর কেউ বিশ্বাস রাখেনি: রোনালদো

টুর্নামেন্ট শুরুর আগে পর্তুগালকে বলতে গেলে কেউই ফেভারিটদের মধ্যে রাখেনি। সমালোচকদের ভুল প্রমাণ করার পর দেশটির অধিনায়ক ক্রিস্তিয়ানো রোনালদো দাবি করলেন, ইউরোপ সেরার মুকুট তাদেরই প্রাপ্য ছিল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 July 2016, 08:14 AM
Updated : 12 July 2016, 11:46 AM

শিরোপা জিততে পর্তুগাল মূলত ভরসা করেছিল রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড রোনালদোর উপরই। তবে ২৫তম মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। 

সাঁ-দেনিতে রোববার রাতে অতিরিক্স সময়ে গড়ানো ফাইনালে স্বাগতিক ফ্রান্সের বিপক্ষে ১-০ ব্যবধানের জয়ে গোলটি করেন লিলের স্ট্রাইকার এদের। 

ম্যাচ শেষে রোনালদো বলেন, “অনেক বছরের ব্যর্থতার পর এটা পর্তুগালের প্রাপ্য। আমাদের উপর কারও বিশ্বাস ছিল না।”

ক্লাব ফুটবলে অর্জনের ডালিটা কানায় কানায় পূর্ণ হলেও এবারের ইউরো জয়ের আগে পর্যন্ত পর্তুগালের হয়ে কোনো সাফল্য ছিল না রোনালদোর। পর্তুগালও তাদের ফুটবল ইতিহাসে এই প্রথম বড় কোনো শিরোপা জিতল। 

দেশের হয়ে একটি শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হওয়ায় দারুণ উচ্ছ্বসিত রোনালদো। 

“ক্লাবগুলোর হয়ে আমি এরই মধ্যে সবকিছু জিতেছি। জাতীয় দলের হয়ে কিছু জয়ের অভাব ছিল আমার।”

এদের পর্তুগালকে শিরোপা জেতানো গোলটি করতে পারেন বলে আগেই মনে হয়েছিল রোনালদোর। 

“ফুটবলে আমি লম্বা সময় ধরে আছি। আমি অনেক কিছু বুঝতে পারি। আমার মনে হয়েছিল যে সে-ই গোল করবে।”