শিরোপা দেখছেন রোনালদো

দেশের হয়ে একটি শিরোপা জিততে মরিয়া হয়ে আছেন ক্লাব ফুটবলে অনেক সাফল্য পাওয়া ক্রিস্তিয়ানো রোনালদো। পোল্যান্ডকে হারিয়ে ইউরোর সেমি-ফাইনালে ওঠার পর পর্তুগাল অধিনায়ক আশা করছেন, এবারই হয়ত কাঙ্ক্ষিত সেই সাফল্য ধরা দেবে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2016, 10:24 AM
Updated : 1 July 2016, 02:37 PM

ফ্রান্সের মার্সেইতে গত শনিবার ১২০ মিনিটের খেলা ১-১ গোলে সমতায় থাকার পর পোল্যান্ডকে টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় পর্তুগাল।

টাইব্রেকারে নিজেদের প্রথম শট থেকে গোল করা রোনালদো বলেন, “এটা একটা স্বপ্ন। আমি যেমন সব সময়ই বলি এবং কখনোই লুকাই না, জাতীয় দলের হয়ে একটি শিরোপা জেতা আমার স্বপ্ন।”

“আমরা ঠিক পথেই আছি এবং আমি আশা করছি, সময় এসে গেছে।”

সেমি-ফাইনালে ২০০৪ সালের রানার্সআপ পর্তুগাল প্রতিপক্ষ হিসেবে পাবে ওয়েলস বা বেলজিয়ামকে। লিলে শুক্রবার বাংলাদেশ সময় রাত ১টায় শেষ আটের লড়াইয়ে মুখোমুখি হবে দল দুটি। 

সেমি-ফাইনালের প্রতিপক্ষ হিসেবে কাকে পাবেন এ নিয়ে অবশ্য কোনো মাথাব্যথা নেই রোনালদোর। 

“কোয়ার্টার-ফাইনালে আসা দলগুলো ভালো খেলছে। ওয়েলস টুর্নামেন্টে বিস্ময় উপহার দিয়েছে, আইসল্যান্ডও তাই করেছে এবং বেলজিয়াম সম্প্রতি দেখিয়েছে যে, তারা অসাধারণ দল।”