‘মেসি আমাদের পরিত্যাগ করেছে’

আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির জাদুকরী খেলা আর দেখা যাবে না, এটা মেনে নিতে পারছে না বেশিরভাগ মানুষ। ব্রাজিলের কিংবদন্তি ফরোয়ার্ড রোনালদোর মনে হচ্ছে, ফুটবল বিশ্বকে যেন পরিত্যাগ করেছেন আর্জেন্টিনা অধিনায়ক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2016, 09:45 AM
Updated : 1 July 2016, 02:31 PM

কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে চিলির কাছে হেরে আর্জেন্টিনার শিরোপা জয়ের স্বপ্ন ভাঙার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন মেসি।

ব্রাজিলের হয়ে ১৯৯৪ ও ২০০২ বিশ্বকাপ জেতা রোনালদো চীনের সংবাদ সংস্থা সিনহুয়াকে বলেন, “মেসি আমাদের সবাইকে ছেড়ে গেছে বলে মনে হচ্ছে। আশা করছি, সে তার সিদ্ধান্ত বদলাবে।”

তবে মেসির অবসরের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা আছে রোনালদোর।

“এটা একেবারেই মেসির ব্যক্তিগত পছন্দ এবং এটাকে শ্রদ্ধা করতে হবে আমাদের।”

রোনালদোর দেশ এবারের কোপা আমেরিকার গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ে। ব্রাজিলের এই পারফরম্যান্স নিয়ে হতাশ বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান ও এসি মিলানের সাবেক এই তারকা ফরোয়ার্ড।

“ভুল পরিকল্পনা আর ভুল খেলোয়াড় নির্বাচন করা ব্রাজিল এই বছরের কোপা আমেরিকায় খুব বাজে খেলেছে।”

ব্রাজিলকে ফুটবলের সেরা দল এখন বলা যাবে না বলে মনে করেন রোনালদো। তার মতে, এমনকি দক্ষিণ আমেরিকাতেও সেরা হওয়া থেকে অনেক দূরে আছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।