‘দলের জন্য খেলে রোনালদো’

ক্রিস্তিয়ানো রোনালদো স্বার্থপর, নিজের জন্য খেলেন- এই অভিযোগ অনেক পুরানো। তবে পোল্যান্ড ম্যাচের আগে পর্তুগালের মিডফিল্ডার আদ্রিয়েন সিলভা দাবি করেছেন, তাদের অধিনায়ক দলের জন্যই খেলেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 June 2016, 09:14 AM
Updated : 30 June 2016, 12:49 PM

ফ্রান্সের মার্সেইয়ে বৃহস্পতিবার ইউরোর শেষ আটের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

ম্যাচটি জিতে পর্তুগালকে সেমি-ফাইনালে উঠতে হলে রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড রোনালদোকে জ্বলে উঠতে হবে বলে মনে করেন সিলভা।

“এটা সত্যি যে, রোনালদো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।”

“উদ্দেশ্যহীন কথা বলা অর্থহীন। সে গোল করেছে কিন্তু সে দলের জন্যও খেলে, দলের জন্য পরিশ্রম করে। সে আমাদের অধিনায়ক এবং তার মতোই খেলে। সে অসাধারণ এক খেলোয়াড়। আমাদের এ দিকটায় খেয়াল রাখা উচিৎ।”

ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে তেমন আলো ছড়াতে পারেননি রোনালদো। এ নিয়ে অনেকে সমালোচনাও করেন। কিন্তু পর্তুগালের কোচ ফের্নান্দো সান্তোস মনে করেন, রোনালদো অসাধারণ একজন খেলোয়াড় বলেই তার কাছে সব সময় সবাই বেশি প্রত্যাশা করে।

“আমরা চাই রোনালদো লক্ষ্যে ১৫টি শট নিক এবং ১০টি গোল করুক। কিন্তু আমাদের প্রতিপক্ষরা তা হতে দেবে না এবং এটাই খেলার অংশ।”

পোল্যান্ড ম্যাচের আগে পর্তুগাল দলে রয়েছে চোটের সমস্যা। ম্যাচের আগের দিন সান্তোস জানান, শেষ মুহূর্তেই দল ঠিক করবেন। 

“কিছু খেলোয়াড় আছে যারা শতভাগ ‘ফিট’ নয়। তাই তারা সম্পূর্ণ ফিট আছে কী নেই এবং তারা খেলতে পারবে কী পারবে না তা নিশ্চিত হতে আমরা আগামীকাল (বৃহস্পতিবার) পর্যন্ত অপেক্ষা করব।”